শুভজিৎ দত্ত, নাগরাকাটা: মাধ্যমিক (Secondary Exam) পরীক্ষায় বসার জন্য অনলাইনে ফর্ম পূরণের সময়সীমা ৩ জানুয়ারি শেষ হয়েছে। কিন্তু অনেকের অভিযোগ, বিভিন্ন কারণে তারা ফর্ম পূরণ করতে পারেনি। সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ সেই পড়ুয়াদের সমস্যার কথা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে জানায়। তারপরেই ওই ফর্ম পূরণের পোর্টাল (Registration Portal) শেষ দফার জন্য সিঙ্গল উইন্ডো পদ্ধতিতে খুলতে চলেছে। পর্ষদের তরফে জানানো হয়েছে, ৬ জানুয়ারি সকাল ১১টা থেকে ৭ জানুয়ারি সকাল ১১টা পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের পোর্টাল খোলা থাকবে।
পর্ষদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ওই ২৪ ঘণ্টা ছাড়া আর নতুন করে এই সুযোগ দেওয়া হবে না। স্কুলগুলিকে একটি বিজ্ঞপ্তি দিয়ে বিশেষ দায়িত্ব নিতে বলা হয়েছে। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি অঞ্জন দাস বলেন, ‘মানবিক দৃষ্টিভঙ্গিতে পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষা দিতে ইচ্ছুক একজনও যাতে বঞ্চিত না হয় সেটাই নিশ্চিত করা হচ্ছে।’
প্রাথমিকভাবে এবারের মাধ্যমিকের ফর্ম পূরণের শেষ তারিখ ছিল ১৮ ডিসেম্বর। পরে দ্বিতীয় দফায় তা বাড়িয়ে ৩ জানুয়ারি পর্যন্ত করা হয়। রাজ্যের ৯২৮১টি স্কুল মাধ্যমিক পড়ুয়াদের ফর্ম পূরণের কাজটি সেরে ফেললেও কিছু পড়ুয়া করতে পারেনি বলে পর্ষদের কাছে রিপোর্ট যায়। এবার তৃতীয় দফার তথা শেষ দফার জন্য ওই পোর্টাল খোলা হল। এবারের মাধ্যমিক শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি। ৩০ জানুয়ারি পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়ার কথা। তাই এই ২৪ ঘণ্টার পর নতুন করে দিন বাড়ানো সম্ভব নয় বলে পর্ষদ বিজ্ঞপ্তি দিয়েছে। শেষ দফায় স্কুলগুলি যাদের ফর্ম পূরণ করবে তাদের এনরোলমেন্ট রিপোর্ট ও নথিপত্রের হার্ড কপি পর্ষদের আঞ্চলিক অফিসগুলিতে দ্রুত জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।