ডিজিটাল ডেস্ক: প্রেমে প্রত্যাখ্যাত হয়ে জিঘাংসার ঘটনা কিন্তু ক্রমশ বেড়ে চলেছে বলেই মনে করা হচ্ছে। এবার ইন্দোরের এক যুবক প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটালেন। শনিবার সকালে ইন্দোরের বিজয়নগর এলাকায় একটি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যায়। ঘটনায় প্রাণ হারান সাতজন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, শর্ট সার্কিট থেকে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটেছে। কিন্তু পরে পুলিশ আসল রহস্য ফাঁস করে এবং জানা গিয়েছে, শুভম দীক্ষিত নামের বছর সাতাশের এক যুবকের ভয়ঙ্কর কীর্তি এটি। সূত্রের খবর, শুভম দীক্ষিত ঐ আবাসনের এক যুবতীর সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন। কিন্তু সেই যুবতীর সঙ্গে অভিযুক্তের সম্পর্কচ্ছেদের পর যুবতীটি অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়ান এবং তাঁদের মধ্যে বিয়েও ঠিক হয়। আর সেটি মেনে নিতে না পেরে প্রাক্তন প্রেমিকাকে শিক্ষা দিতে শনিবার সকালে তাঁর স্কুটিতে আগুন ধরিয়ে দেয় শুভম। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আবাসনের গ্যারেজে অন্যান্য গাড়িতে। তারপর আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ওই বিল্ডিংয়ে। পুলিশ ইতিমধ্যেই শুভম দীক্ষিতের বিরুদ্ধে মামলা রুজু করেছে। তার সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আফগানিস্তানে ভূমিকম্পের জেরে সবাইকে হারিয়ে বেঁচে রইল একরত্তি
ডিজিটাল ডেস্ক: আফগানিস্তানে (Afghanistan) হয়ে গেছে ভয়াবহ ভূমিকম্প। মৃতের সংখ্যা হাজার ছুঁয়েছে। বাড়িঘর মুহূর্তের মধ্যে ধুলিস্যাৎ হয়ে গিয়েছে। কিন্তু এই...
Read more