সোমবার, ২৪ মার্চ, ২০২৫

Delhi CM | প্রথমবারের বিধায়ক রেখা গুপ্তাই দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী, ঘোষণা বিজেপির

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ৫ বছর দিল্লির রাজপাট (Delhi CM) সামলাতে প্রথম বারের বিধায়ক রেখা গুপ্তার (Rekha Gupta) উপরেই ভরসা রাখল বিজেপি (BJP)। ফলপ্রকাশের ১১ দিন পর বুধবার দিল্লিতে বিজেপির পরিষদীয় দলের বৈঠকে রেখা গুপ্তাকেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়। বৈঠকে রেখার নাম প্রস্তাব করেন প্রবেশ বর্মা। সেই নামেই চূড়ান্ত সিলমোহর পড়ে। এনিয়ে চতুর্থবার কোনও মহিলা দিল্লির মুখ্যমন্ত্রী হলেন। প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হন সুষমা স্বরাজ, তারপর কংগ্রেসের শীলা দিক্ষীত, আপের অতিশী মারলেনার পর এবার বিজেপির রেখা গুপ্তা। এবিভিপির নেত্রী থেকে ধীরে ধীরে রাজনীতিতে উত্থান রেখা গুপ্তার। পরে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনের সভাপতিও হন। এদিকে দিল্লির উপমুখ্যমন্ত্রী  হচ্ছেন প্রবেশ বর্মা (Parvesh Verma)।

বুধবার সকালে দলের সংসদীয় বোর্ডের তরফে পর্যবেক্ষক রবিশংকর প্রসাদ ও ওম প্রকাশ ধনকরের সঙ্গে বৈঠকের পরই রেখাকে মুখ্যমন্ত্রী করার প্রাথমিক সিদ্ধান্ত হয়ে যায়। এরপর বিকেলে আরও একদফা বৈঠকের পর রেখাকে বিধায়ক দলের নেতা নির্বাচন করে চূড়ান্ত সিলমোহর দেওয়া হয়। বিজেপি সূত্রের খবর, প্রধানমন্ত্রীর ফ্রান্স ও আমেরিকা সফরের জন্যই মুখ্যমন্ত্রী নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেয় দল।

আগামীকাল ১১টা নাগাদ রামলীলা ময়দানে নতুন মুখ্যমন্ত্রী শপথ (Oath taking ceremony) নেবেন। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী । নতুন মুখ্যমন্ত্রীকে শপথবাক্য পাঠ করাবেন লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা। বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকেও আমন্ত্রণ জানানো হয়েছে। থাকবেন বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা। কংগ্রেসের দিল্লি শাখার প্রধান দেবেন্দ্র যাদবকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

বিজেপি নির্বাচনে জেতার পর থেকেই জল্পনা ছিল এবার কোনও মহিলাকে মুখ্যমন্ত্রী করতে পারে বিজেপি। সেই মতো সুষমা স্বরাজের মেয়ে বাঁশরী স্বরাজ, রেখা গুপ্তা, স্মৃতি ইরানীর নাম নিয়ে চর্চা চলছিল। শেষ পর্যন্ত ‘বেনিয়া’ সম্প্রদায়ের প্রতিনিধি রেখা গুপ্তার ভাগ্যেই শিকে ছেঁড়ে। দিল্লির শালিমার বাগ এলাকা থেকে নির্বাচিত বিধায়ক রেখা গুপ্তা।

২৭ বছর পরে ফের দিল্লিতে জিতেছে বিজেপি। ৭০ আসনের বিধানসভায় বিজেপি জয়ী হয়েছে ৪৮টি আসনে। অন্যদিকে, টানা ১০ বছর ক্ষমতায় থাকার পর হেরে গিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (AAP)। তারা পেয়েছে মাত্র ২২টি আসন। প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল নিজের নয়াদিল্লি কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রবেশ বর্মার কাছে হেরে গিয়েছেন।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Kolkata | হাইকোর্টের বিচারপতি পরিচয় দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার ১

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সরাসরি এক আইএএস অফিসারকে ফোন...

CSK vs MI | রাচিনের অর্ধশতরানে ভর করে মুম্বইয়ের বিরুদ্ধে জয় চেন্নাইয়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাচিনের ব্যাটে ভর করেই মুম্বইয়ের...

Karnataka | মেঝেতে ছড়িয়ে অগুনতি টাকা!লাইন দিয়ে বসে সেটাই গুনছেন পুরোহিতরা,কোথায়?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গত ৩০ দিনে দানপাত্রে জমা...

Bengaluru | মন্দিরের অনুষ্ঠান চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ১০০ ফুটের রথ, মৃত বছর ২৪-এর যুবক,আহত একাধিক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ  মন্দিরের বার্ষিক ধর্মীয় অনুষ্ঠান চলছিল...