Friday, March 29, 2024
HomeTop Newsঅপসারিত মমতার আত্মীয়! নেপথ্যে সাগরদিঘিতে তৃণমূলের ভরাডুবি নাকি সংখ্যালঘু তত্ত্ব?

অপসারিত মমতার আত্মীয়! নেপথ্যে সাগরদিঘিতে তৃণমূলের ভরাডুবি নাকি সংখ্যালঘু তত্ত্ব?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জল্পনার অবসান! সাগরদিঘি নির্বাচনে তৃণমূলের পরাজয়ের দায় মাথায় নিয়ে সরতেই হল তৃণমূল ব্লক সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে। দেবাশিস বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়। কংগ্রেসের কাছে পরাজিত হন তৃণমূলের দেবাশিস। দেবাশিসকে সেই পদ থেকে সরিয়ে দেন সাংসদ তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি খলিলুর রহমান। তাঁর বদলে শামসুল হুদাকে সাগরদিঘির ব্লক সভাপতির দায়িত্ব দিয়েছে তৃণমূল। দেবাশিসকে জেলা কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

পঞ্চায়েত নির্বাচনের আগে সাগরদিঘিতে বড়সড় সাংবিধানিক রদবদল। সাগরদিঘির তৃণমূল ব্লক সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে। সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের বাইরন বিশ্বাসের কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছিলেন দেবাশিস। তারপর থেকে তাঁর পদ নিয়ে জল্পনা চলছিল।

বুধাবার, দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি খলিলুর রহমান। তিনি বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্য নেতৃত্বের নির্দেশে সংগঠন মজবুত করতে আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি। সংগঠনকে মজবুত করতে মূলত সাগরদিঘিতে সাংগঠনিক রদবদল করার কথা রাজ্য নেতৃত্বের তরফে বলা হয়েছে। শামসুল হুদাকে সাগরদিঘির ব্লক সভাপতি পদে নিযুক্ত করা হচ্ছে। প্রাক্তন ব্লক সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে জেলা কমিটির সম্পাদক হিসেবে নিযুক্ত করা হচ্ছে।’

এই প্রসঙ্গে তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এটা দলের ব্যাপার। দল যেটা মনে করেছে, সেটাই করেছে। এই নিয়ে আমার বিশেষ কিছু বলার নেয়। দলের মনে হয়েছে এই সিদ্ধান্তের ফলে সংগঠন আরও শক্তিশালী হবে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমার এই সিদ্ধান্ত নিয়ে কোনও আপত্তি নেই।’

এই প্রসঙ্গে সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস বলেন, ‘ওই এলাকায় দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের কোনও জনপ্রিয়তা নেই। সেই কারণেই উনি পরাজিত হয়েছেন। মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এই সিদ্ধান্তের ফলে কোনও প্রভাব পড়বে না। যাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি নিজের কেন্দ্রেই হেরেছেন।’

এদিকে দেবাশিসের জায়গায় শামসুল হুদাকে বসানোর ক্ষেত্রে সংখ্যালঘু ভোটের তত্ত্ব তুলে ধরছেন রাজনৈতিক মহলের একাংশ। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, সংখ্যালঘু অধ্যুষিত সাগরদিঘিতে তৃণমূলের পরাজয়ের একটি ইঙ্গিত স্পষ্ট। মুসলিম ভোট ব্যাঙ্ক ক্রমশ তৃণমূলের থেকে সরে যাচ্ছে। যদিও একথা অস্বীকার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির টাকা ব্যবহার করে সাগরদিঘিতে তৃণমূলকে হারনো হয়েছে বলে দাবি করেন তিনি। তারপরই তৃণমূলের এই সাংগঠনিক বদল নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের জায়গায় তৃণমূল ব্লক সভাপতি পদে যাকে বসানো হয়েছে সেই শামসুল হুদা ১৯৯৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি সাগরদিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধানের দায়িত্ব সামলেছেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি সুব্রত সাহার বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করে প্রায় ৩৩ হাজার ভোট পেলেও পরাজিত হন। তবে ২০২১ সালে ফের একবার তৃণমূলে তিনি ফিরে ফিরে আসেন। গত উপনির্বাচনে তাঁকে তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের হয়ে জোর কদমে প্রচার করতে দেখা গিয়েছিল।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img
[td_block_21 custom_title="LATEST POSTS"]

Most Popular