উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সাধারণত ঝাল খাবার খেলে, চটজলদি খাবার গিলতে গেলে হেঁচকি উঠতে শুরু করে। অনেক সময় গ্লাসের পর গ্লাস জল খেয়েও থামতে চায় না হেঁচকি। এই পরিস্থিতিতে শুরু হয় এক অস্বস্তি। তাই এই সমস্যা সমাধানের জন্য রইল কিছু টোটকা (Hiccups)।
১. হেঁচকি উঠলেই জিভের উপর লেবু রেখে লজেন্সের মতো খান। এতে হেঁচকি কমবে চটজলদি।
২. জল খেয়েও হেঁচকি না থামলে ১ চামচ লেবুর রসের সঙ্গে আদার কুচি মিশিয়ে খেয়ে দেখতে পারেন। অল্প সময়েই হেঁচকি কমনোর ভালো টোটকা এটি।
৩. হেঁচকি থামাতে ঠান্ডা জল খেতে পারেন কিংবা ঠান্ডা জল দিয়ে গার্গল করতে পারেন।
৪. হেঁচকি উঠলে এক চামচ মাখন বা চিনি রাখতে পারেন জিভের উপর। এই টোটকাতেও মুশকিল আসান হবে দ্রুত।

