রাজ্য

মহিলা রোগীর এইচআইভির রিপোর্ট ভুল, কর্তব্যে গাফিলতির অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে

আসানসোলঃ এক মহিলা রোগীর এইচআইভি পরীক্ষার রিপোর্ট ভুল। রিপোর্ট পজিটিভ আসায় চিকিৎসা না করেই ছুটি দিয়ে দিল হাসপাতাল কর্তৃপক্ষ। এমনই অভিযোগ উঠেছে আসানসোল জেলা হাসপাতালের বিরুদ্ধে। হাসপাতাল থেকে দেওয়া মহিলার ডিসচার্জ সার্টিফিকেটে এইচআইভি পজিটিভ উল্লেখ থাকায় বিপাকে পড়ে যায় রোগী ও তার পরিবার। পরবর্তীতে ফের আরও একবার মহিলার এই মারণরোগের পরীক্ষা করা হলে তাতে রিপোর্ট নেগেটিভ আসে বলে খবর। এই ঘটনায় আসানসোল হাসপাতালের বিরুদ্ধে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারীকের কাছে কর্তব্যে গাফিলতির অভিযোগ এনেছেন রোগীনির পরিবার।

জানা গিয়েছে, গত ২৫ অগাস্ট পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সালানপুর ব্লকের এক মহিলার রক্ত পরীক্ষায় এইচআইভি পজিটিভ রিপোর্ট আসে আসানসোল জেলা হাসপাতালে। এরপরই রোগীনিকে ছুটি দিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। ডিসচার্জ সার্টিফিকেটেও উল্লেখ করা হয় মহিলা আইচআইভি আক্রান্ত। রোগীর পরিবারের অভিযোগ, রিপোর্টে এইচআইভি পজিটিভ থাকায় জোর করে স্বেচ্ছায় ছুটি নিতে বাধ্য করা হয় হাসপাতাল থেকে।

এরপরই সেই মহিলা রোগীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কুলটির একটি বেসরকারি হাসপাতালে। ডিসচার্জ সার্টিফিকেটে এইচআইভি পজিটিভ লেখা থাকায় তারাও চিকিৎসা করতে অস্বীকার করে। ফলে বাধ্য হয়ে তাকে নিয়ে যাওয়া হয় ঝাড়খণ্ডের রাঁচির রিমস হাসপাতালে। সেখানে ফের মহিলার এইচ আইভি পরীক্ষা করা হয়। সেখানকার রিপোর্টে নেগেটিভ লিখে দেওয়া হয়।

গোটা বিষয়টি নিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তরে ঐ মহিলার ভাই একটি অভিযোগ দায়ের করেন। একইভাবে অভিযোগ করা হয়, কলকাতার স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান থেকে পশ্চিম বর্ধমানের জেলাশাসক,  জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পর্যন্ত একাধিক আধিকারিককে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ইউনুস খান বলেন, ‘জেলা হাসপাতালের সুপারের নেতৃত্বে ৩ সদস্যের এক কমিটি তৈরি করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে সব অভিযুক্তদের ডেকে তাদের বক্তব্য শোনা হবে। পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এই প্রসঙ্গে আসানসোল জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস বলেন, এই ঘটনায় কমিটি গঠন করা হয়েছে। চিকিৎসক বা নার্স মহিলার চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন তাদের বক্তব্য নেওয়া হয়েছে। প্রত্যেকের লিখিত বক্তব্য পাওয়ার পর পুরো রিপোর্টটি সিএমওএইচের  কাছে পাঠিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, ‘যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যেহেতু ঘটনার তদন্ত চলছে তাই এ নিয়ে আমি আর এর বাইরে কোন মন্তব্য করতে পারব না।’

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Jalpaiguri | পুত্র সন্তানের জন্য বিয়ে করা স্ত্রীকে খুন! অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের দাবিতে অবরোধ

জলপাইগুড়ি: পুত্র সন্তানের জন্য বিয়ে করা দ্বিতীয় পক্ষের স্ত্রীকে বিষ খাইয়ে মারার অভিযোগ উঠেছিল স্বামীর…

12 mins ago

Sushmili Acharya| ১২-১৪ ঘণ্টা শুটিং করে পড়াশোনা, মাধ্যমিকে কত নম্বর পেল ‘রামপ্রসাদ’ খ্যাত সুস্মিলি?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলা টেলিভিশনের ‘রামপ্রসাদ’ ধারাবাহিকে স্ত্রী সর্বাণীর চরিত্রে অভিনয় করে দর্শকদের মন…

15 mins ago

Amla Benefits | কোন ৫ কারণে গরমেও নিয়ম করে খাবেন আমলকি?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীতকালে রোগবালাই থেকে দূরে থাকতে আমলকির জুড়ি মেলা ভার। তবে শুধু…

29 mins ago

Madhyamik Result | ‘মাধ্যমিকই চূড়ান্ত নয়, আরও পথচলা বাকি’, জানালো রাজ্যের সেরা চন্দ্রচূড়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার সকালে প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল(Madhyamik Result)। এবার রাজ্যে সেরার সেরা…

35 mins ago

Madhyamik 1st Boy | নজরকাড়া সাফল্যে গৃহশিক্ষকই ভরসা! কী জানাল মাধ্যমিকে প্রথম চন্দ্রচূড়

কোচবিহার: রাজ্যে মাধ্যমিকে (Madhyamik-result-2024) প্রথম কোচবিহারের (Coochbehar) চন্দ্রচূড় সেন (Chandrachur Sen)। তার এই নজরকাড়া সাফল্যের…

38 mins ago

Madhyamik Result 2024 | তিনটি বিষয়েই ১০০, মাধ্যমিকে রাজ্যে প্রথম চন্দ্রচূড়ের রেজাল্ট জানুন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে এবছরের মাধ্যমিকের রেজাল্ট (Madhyamik Result 2024)। মাধ্যমিকে প্রথম…

38 mins ago

This website uses cookies.