ওদলাবাড়ি: বনকর্মীদের তৎপরতায় বহুমূল্য একটি গোল্ডেন গেকো (তক্ষক) সহ ধরা পড়লো তিন পাচারকারী। ধৃতদের দুজন আসামের তেজপুর জেলার এবং একজন অরুনাচল প্রদেশের তাওয়াং জেলার বাসিন্দা। বাজেয়াপ্ত করা হয়েছে পাচারের কাজে ব্যবহৃত বিলাসবহুল একটি চার চাকার গাড়িও। শনিবার ধৃত তিনজনকে জলপাইগুড়ির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হলে বিচারক ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিয়ে বৈকুন্ঠপুর বন বিভাগের বেলাকোবা এমপিপি-১ রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত জানিয়েছেন, শুক্রবার বিকেলে ওদলাবাড়িতে ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে একটি ধাবা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম বাহাদুর লামা, নাদো রাম পগাগ এবং থুতেন জাম্বো।
তক্ষকটি নেপালে পাচার করার জন্য ওদলাবাড়িতে আসে তিন অভিযুক্ত। পাচারকারীদের অন্য একটি দলের হাতে অর্থের বিনিময়ে গোল্ডেন গেকোটি তুলে দেওয়ার পরিকল্পনা ছিলো তাদের। নিজেদের মধ্যে দর কষাকষি শুরু করতেই তাদের ঘিরে ধরেন বনকর্মীরা। এই সময় দুজন পাচারকারী অতর্কিতে পালিয়ে যেতে সক্ষম হলেও বাকি তিনজনকে ধরে ফেলেন বনকর্মীরা। ঘটনাস্থলেই জেরায় ধৃতরা তাদের সঙ্গে থাকা বিলাসবহুল গাড়ির ভেতর রাখা একটি প্লাস্টিকের ব্যাগে লুকিয়ে রাখা গোল্ডেন গেকোটি বের করে দেন। জানা গিয়েছে, দিন কয়েক আগে মেঘালয়ের জঙ্গল থেকে বহুমূল্য গোল্ডেন গেকোটি ধরা হয়েছিলো। ভারতীয় মূদ্রায় একেকটি গেকো আন্তর্জাতিক বাজারে ৮-১০ লক্ষ টাকা দামে বিক্রি হয়। নেপালের চোরাবাজার হয়ে এটি চিনে পাচারের উদ্দেশ্য ছিল।