বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

VIVIBHA 2024 | বিকশিত ভারত সম্মেলনে উত্তরের গবেষকরা

শেষ আপডেট:

তমালিকা দে, শিলিগুড়ি: ২০৪৭ সালের মধ্যে দেশের রূপরেখা কী হবে, তা নিয়ে আলোচনা হল বিকশিত ভারত বা ভিভিভা-২০২৪ (VIVIBHA 2024) কনফারেন্সে। ১৫ থেকে ১৭ নভেম্বর গুরগাঁওয়ের এসজিটি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ওই সম্মেলনে উত্তরবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক ও স্নাতকোত্তরের পড়ুয়ারা অংশ নিয়েছেন (North Bengal Researchers)। উন্নয়নের লক্ষ্যে কীভাবে কাজ করা প্রয়োজন, এই ব্যাপারে উত্তরবঙ্গের ৩০ জন সম্মেলনে গবেষণাপত্র পেশ করেছেন। যাতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, বিজনেস ও ম্যানেজমেন্ট, সাহিত্য, ডেটা সায়েন্স, গ্রামীণ উন্নয়ন, অর্থনীতি, ব্যবসা ইত্যাদির মতো বিষয়। এর পাশাপাশি অধ্যাপক, গবেষক ও পড়ুয়াদের নিয়ে কর্মশালাও হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ, বিভিন্ন আইআইটি, আইআইএম-এর ডিরেক্টররা। রবিবার সম্মেলনের শেষ দিন।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় (এনবিইউ)-এর পাশাপাশি গৌড়বঙ্গ, জওহরলাল নেহরু, দিল্লি বিশ্ববিদ্যালয় থেকেও গবেষকরা এতে অংশ নিয়েছেন। সম্মেলনে নিজেদের কাজ বিশেষজ্ঞদের সামনে তুলে ধরেন উত্তরবঙ্গের ৩০ জন গবেষক। ২৭ অক্টোবর শিলিগুড়িতে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের সংবর্ধনা জানানো হয়েছিল।

এসজিটি বিশ্ববিদ্যালয়ে ভিভিভা-২০২৪ কনফারেন্সে উপস্থিত ছিলেন এনবিইউ-এর গবেষক শঙ্খদ্বীপ মাহাতো। তিনি বলেন, ‘দেশের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রান্ত থেকে গবেষকরা এসেছেন। নির্বাচিত গবেষকদের গবেষণা নিয়ে এখানে আলোচনা হয়েছে। যা থেকে আমরাও অনেক কিছু জানতে পেরেছি। পাশাপাশি নিজেদের গবেষণাকে কীভাবে আরও উন্নত করা যাবে, সে ব্যাপারেও বিশেষজ্ঞকরা পরামর্শ দিয়েছেন।’ অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন নিয়ে গবেষণাপত্র পেশ করেছেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের গবেষক তন্ময় ভট্টাচার্য। তিনি জানান, এই ধরনের কনফারেন্স থেকে অনেক নতুন তথ্য জানা যায়। অন্যদিকে, সিকিম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আইন ও বিচার সংক্রান্ত বিষয়ে গবেষণাপত্র পেশ করেছেন সম্মেলনে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Balurghat | ভোট না দেওয়ার আবেদন, দুই বিজেপি বিধায়কের বিরুদ্ধে পোস্ট সোশ্যাল মিডিয়ায়

বালুরঘাট: ২০২৬ সালে বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপির বিধায়কদের...

Pardubi | আবাসের টাকা ঢুকেছে অন্যের অ্যাকাউন্টে! প্রশাসনকে জানিয়েও হয়নি সুরাহা, অভিযোগ উপভোক্তার

পারডুবি: আবাসের এক উপভোক্তার টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার...

Malda | ঝাড়খণ্ড থেকে অস্ত্র এনে মালদায় ছড়িয়ে দেওয়ার ছক! উদ্ধার ৫ টি আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ১

মালদা: আন্তঃরাজ্য অস্ত্র পাচারচক্রের পর্দা ফাঁস করল মালদা পুলিশ।...

Mainaguri | অকালে প্রাণ গেল মাধ্যমিক পরীক্ষার্থীর, ছাত্রের মৃত্যুতে শোকস্তব্ধ ময়নাগুড়ি ব্লকের কালামাটির বৈষ্ণবপাড়া    

ময়নাগুড়ি: অকালে প্রাণ চলে গেল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। বুধবার...