তমালিকা দে, শিলিগুড়ি: ২০৪৭ সালের মধ্যে দেশের রূপরেখা কী হবে, তা নিয়ে আলোচনা হল বিকশিত ভারত বা ভিভিভা-২০২৪ (VIVIBHA 2024) কনফারেন্সে। ১৫ থেকে ১৭ নভেম্বর গুরগাঁওয়ের এসজিটি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ওই সম্মেলনে উত্তরবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক ও স্নাতকোত্তরের পড়ুয়ারা অংশ নিয়েছেন (North Bengal Researchers)। উন্নয়নের লক্ষ্যে কীভাবে কাজ করা প্রয়োজন, এই ব্যাপারে উত্তরবঙ্গের ৩০ জন সম্মেলনে গবেষণাপত্র পেশ করেছেন। যাতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, বিজনেস ও ম্যানেজমেন্ট, সাহিত্য, ডেটা সায়েন্স, গ্রামীণ উন্নয়ন, অর্থনীতি, ব্যবসা ইত্যাদির মতো বিষয়। এর পাশাপাশি অধ্যাপক, গবেষক ও পড়ুয়াদের নিয়ে কর্মশালাও হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ, বিভিন্ন আইআইটি, আইআইএম-এর ডিরেক্টররা। রবিবার সম্মেলনের শেষ দিন।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় (এনবিইউ)-এর পাশাপাশি গৌড়বঙ্গ, জওহরলাল নেহরু, দিল্লি বিশ্ববিদ্যালয় থেকেও গবেষকরা এতে অংশ নিয়েছেন। সম্মেলনে নিজেদের কাজ বিশেষজ্ঞদের সামনে তুলে ধরেন উত্তরবঙ্গের ৩০ জন গবেষক। ২৭ অক্টোবর শিলিগুড়িতে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের সংবর্ধনা জানানো হয়েছিল।
এসজিটি বিশ্ববিদ্যালয়ে ভিভিভা-২০২৪ কনফারেন্সে উপস্থিত ছিলেন এনবিইউ-এর গবেষক শঙ্খদ্বীপ মাহাতো। তিনি বলেন, ‘দেশের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রান্ত থেকে গবেষকরা এসেছেন। নির্বাচিত গবেষকদের গবেষণা নিয়ে এখানে আলোচনা হয়েছে। যা থেকে আমরাও অনেক কিছু জানতে পেরেছি। পাশাপাশি নিজেদের গবেষণাকে কীভাবে আরও উন্নত করা যাবে, সে ব্যাপারেও বিশেষজ্ঞকরা পরামর্শ দিয়েছেন।’ অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন নিয়ে গবেষণাপত্র পেশ করেছেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের গবেষক তন্ময় ভট্টাচার্য। তিনি জানান, এই ধরনের কনফারেন্স থেকে অনেক নতুন তথ্য জানা যায়। অন্যদিকে, সিকিম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আইন ও বিচার সংক্রান্ত বিষয়ে গবেষণাপত্র পেশ করেছেন সম্মেলনে।