সিতাই: সেতুর অভাবে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। এলাকায় ঢোকে না দমকল, অ্যাম্বুল্যান্স। কোচবিহারের সিতাই ব্লকের ব্রহ্মত্তরচাতরা গ্রাম পঞ্চায়েতের নতুনবস গ্রামের ঘটনা।
নতুনবস গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত সিঙ্গিমারি নদীর শাখা। সেখানে সেতু তৈরি হয়নি। যার জেরে যাতায়াতে সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয়দের। তাঁরা জানান, খরার সময় বাঁশের সাঁকো দিয়ে কোনওরকমে নদী পারাপার সম্ভব হলেও বর্ষার সময় সাঁকো জলের তোড়ে ভেসে যায়। তখন কয়েক মাস কার্যত নদীর উভয় তীরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্কুল পড়ুয়া থেকে কৃষক, ব্যবসায়ী সকলেই নদী পারাপারে চরম দুর্ভোগে পড়েন। এই অবস্থায় স্থায়ী সেতুর দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। এবিষয়ে সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি সংগীতা রায় বসুনিয়া জানান, তিনি দ্রুত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন।