চাঁচল: চাঁচলে ৮১ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে জমিজটের অভিযোগ তুলে কাজ বন্ধ করে বিক্ষোভে শামিল হলেন এলাকাবাসী। বৃহস্পতিবার চাঁচল-২ নম্বর ব্লকের ভাকরি এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযোগ, জমির জন্য প্রতিশ্রুতি অনুযায়ী ন্যায্যমূল্য দেয়নি সরকার। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও সমাধান হয়নি। তাই ন্যায্যমূল্য না পাওয়া পর্যন্ত বন্ধ থাকবে কাজ।
৮১ নম্বর জাতীয় সড়কের কাজের জন্য চাঁচল ১ এবং ২ নম্বর ব্লকের অন্তর্গত বেশ কয়েকটি মৌজা থেকে শতাধিক এলাকাবাসীর জমি অধিগ্রহণ করে সরকার। এই জমির জন্য নির্ধারণ করা হয় নির্দিষ্ট মূল্য। এই মুহূর্তে চলছে জাতীয় সড়কের কাজ। সরকারের কাছ থেকে ইতিমধ্যেই চুক্তি অনুযায়ী কিছুটা টাকা পেয়েছে এলাকাবাসী। কিন্তু এলাকাবাসীর অভিযোগ, যতটা টাকা দেওয়ার কথা ততটা টাকা সরকার দেয়নি। বারবার প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ হয়েছেন এলাকার মানুষ। কিন্তু কর্ণপাত করেনি প্রশাসন। তাই টাকা না পেলে এবার কোনওভাবেই কাজ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি এলাকাবাসীর।
বিক্ষোভকারী বিশ্বজিৎ সাহা বলেন, ‘দীর্ঘ পাঁচ বছর হয়ে গেল। প্রতিশ্রুতি অনুযায়ী আমরা টাকা পেলাম না। এবারে টাকা না পেলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।‘ চাঁচল মহকুমার মহকুমা শাসক কল্লোল রায় বলেন, ‘বিক্ষোভের ব্যাপারটি শুনেছি। জাতীয় সড়ক কর্তৃপক্ষকে বলবো খতিয়ে দেখতে। জমির মূল্য সংক্রান্ত যে অভিযোগ হচ্ছে সেটাও খতিয়ে দেখতে হবে।‘