বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

Indus Water Treaty | সিন্ধু চুক্তি ফেরাও! কোর্ট অফ আরবিট্রেশনের নির্দেশ তুলে ধরে ভারতকে বলল পাকিস্তান

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সিন্ধু জল চুক্তি অবিলম্বে কার্যকরের জন্য ভারতকে আর্জি জানাল পাকিস্তান। নেদারল্যান্ডের হেগের স্থায়ী সালিশি আদালত ২৭ জুন সিন্ধু চুক্তি নিয়ে একটি রায় দিয়েছে। যেখানে বলা হয়, চুক্তিটি এখনও ‘বৈধ এবং কার্যকর’। রায়ের পরিপ্রেক্ষিতে শাহবাজ শরিফ সরকার সোমবার নয়াদিল্লিকে ওই চুক্তি ফের কার্যকরের আহ্বান জানায় এবং তা পুরোপুরি মেনে চলার কথা বলে। সোমবার পাকিস্তানের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, ‘একতরফাভাবে চুক্তি স্থগিত করার কোনও অধিকার ভারতের নেই। আমরা অবিলম্বে চুক্তি কার্যকরের দাবি করছি।’

দেশটির উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী ইশাক দার সোমবার এক্সে একটি পোস্টে লিখেছেন, ‘কিষেণগঙ্গা-রাতলে মামলায় আরবিট্রেশন কোর্টের রায়কে স্বাগত জানাচ্ছে পাকিস্তান। এই রায় এটা নিশ্চিত করে যে সিন্ধু জল চুক্তি (আইডব্লিউটি) সম্পূর্ণ কার্যকর রয়েছে। ভারত একতরফাভাবে এটা স্থগিত করতে পারে না।’

ভারত যদিও সালিশ আদালতের রায় তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের দাবিকেও আমল দিতে চায়নি। নয়াদিল্লির তরফে বলা হয়েছে, তারা পাকিস্তানের সঙ্গে বিরোধ নিষ্পত্তির জন্য তথাকথিত কোনও কাঠামোকে কখনও স্বীকৃতি দেয়নি। কিষণগঙ্গা এবং রাতলে জলবিদ্যুৎ প্রকল্পে পাকিস্তানের আপত্তি এবং এই সম্পর্কিত মামলায় সালিশি আদালতের রায়ের কথা উল্লেখ করে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারত এই রায় মানছে না।

২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হন। পাকিস্তানের বিরুদ্ধে এই হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ তোলে ভারত। সেই ঘটনার পর ভারত সিন্ধু জল চুক্তি বাতিল করে। প্রসঙ্গত, ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

Jharkhand | জীবনের ঝুঁকি নিয়ে ভগ্ন সেতু পারাপার বৃদ্ধার! ভাইরাল ভিডিও…

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্ষায় জল থইথই নদী। তার...

Andhra Pradesh | মশা তাড়াতে এআই! অন্ধ্রপ্রদেশে চালু হবে ‘স্মার্ট মশা নজরদারি ব্যবস্থা’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মশাবাহিত রোগের বিরুদ্ধে লড়াইয়ে এবার...

SSC | নতুন নিয়োগে ‘চিহ্নিত অযোগ্য’দের সুযোগ নয়, সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা রাজ্যের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নতুন নিয়োগ মামলায় ফের ধাক্কা...

Supreme Court | বিহারে ভোটার তালিকা সংশোধনে স্থগিতাদেশ নয়, কোন কোন নথি গ্রাহ্য হবে তা জানিয়ে দিল শীর্ষ আদালত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিহারে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার...