উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের উঠবে আরজি কর মামলা। নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এদিন এই মামলার শুনানি হবে। গত ৯ অগাস্ট আরজি কর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। গ্রেপ্তার হন এক সিভিক ভলান্টিয়ার। ঘটনার পর প্রশ্ন ওঠে মেডিকেল ও হাসপাতালে চিকিৎসক, নার্সদের নিরাপত্তা নিয়ে।
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে স্বতঃপ্রণোদিত ওই মামলা রুজু হয়েছিল। প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলার শুনানিও হয়েছে বেশ কয়েকবার। ইতিমধ্যে অবসর নিয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। এদিন নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে আরজি কর মামলা শুনানি হবে। আদালত কী রায় বা নির্দেশ দেয়, সেদিকেই নজর সকলের।