উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরজি কর কাণ্ডে (RG Kar Case) নির্যাতিতার মা-বাবার আবেদনের মান্যতা দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। তাঁদের আবেদন শোনার অনুমতি দেওয়া হল কলকাতা হাইকোর্টকে (Calcutta High Court)। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ মামলা শুনতে পারবে, জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা শুনতে পারবেন। আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হবে।
প্রায় দেড় মাস পর আরজি কর মামলা ওঠে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীনবেঞ্চে ছিলেন বিচারপতি বাগচী এবং বিচারপতি কুমার। নির্যাতিতার পরিবারের আইনজীবী করুণা নন্দী এজলাসে জানান, নির্যাতিতার বাবা-মা আদালতে হাজির রয়েছেন। শীর্ষ আদালতে তাঁর আবেদন, হাইকোর্টের একক বেঞ্চকে যেন সিবিআইকে আরও তদন্তের জন্য বলা হয়। তখন প্রধান বিচারপতি বলেন, ‘আমরা এনিয়ে কোনও মন্তব্য করব না। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ শুনতে পারে।’
আরজি কর মামলায় আরও তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল নির্যাতিতার পরিবার। কিন্তু মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় সেইসময় পরিবারের আর্জি শুনতে চায়নি উচ্চ আদালত। এদিন শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, পরিবার আবেদন জানালে হাইকোর্টের তা শুনতে কোনও বাধা নেই।
তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় সিবিআই তদন্ত নিয়ে আগেই অসন্তোষ প্রকাশ করেছিল নির্যাতিতার পরিবার। তাঁরা চান, মামলায় আরও তদন্ত করে দেখুক সিবিআই। শিয়ালদা আদালত আরজি করে ধর্ষণ-খুনের মামলার রায় দেওয়ার আগে কলকাতা হাইকোর্টে এই বিষয়ে আবেদন করেছিলেন নির্যাতিতার মা-বাবা। সিবিআই তদন্ত নিয়ে নানা প্রশ্ন তুলে উচ্চ আদালতের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে সেই আবেদন করা হয়। যদিও বিচারপতি ঘোষ সেই সময় নির্যাতিতার পরিবারের ওই আবেদন শুনতে চাননি। কারণ মামলাটি সর্বোচ্চ আদালতে বিচারাধীন ছিল। এনিয়ে এদিন শীর্ষ আদালতের দ্বারস্থ হয় পরিবার।