বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

RG Kar Case | আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয়, আদালতের রায়ে কী প্রতিক্রিয়া নির্যাতিতার বাবার?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরজি কর কাণ্ডে (RG Kar Case) দোষী সাব্যস্ত করা হয়েছে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে (Sanjay Roy)। শনিবার দুপুরে শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস এই রায় (Verdict) ঘোষণা করেন। সাজা ঘোষণা হবে আগামী সোমবার। এদিন বিচারক রায় ঘোষণা করতেই আদালত কক্ষেই কেঁদে ফেলেন নির্যাতিতার বাবা। তিনি জানান, বিচারের প্রথম সিঁড়ি পার হয়েছে। এবার লড়াইয়ের দ্বিতীয় সিঁড়িতে পা। সেই সঙ্গে বিচারককেও ধন্যবাদ জানান তিনি।

এদিন বিচারকের উদ্দেশে নির্যাতিতার বাবা বলেন, ‘আপনার উপর আস্থা রেখেছিলাম। বিচারের প্রথম সিঁড়ি পেরোতে পারব বলেই মনে হয়েছিল। তার পূর্ণ মর্যাদা রেখেছেন, আপনাকে ধন্যবাদ জানাই।’ তাঁর কথা শুনে বিচারক বলেন, ‘সোমবার আপনাদের যাবতীয় বক্তব্য শুনব।’ এরপর আদালত চত্বরের বাইরে এসেও নির্যাতিতার বাবা বলেন, ‘সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছেন বিচারক। দোষী সাব্যস্ত হওয়ায় আমরা বিচারব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা জানাই। কিন্তু মেয়েকে আর ফিরে পাবো না। তাই সঞ্জয়ের সর্বোচ্চ সাজা হোক এটাই চাই। বিচারক জানিয়েছেন, মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি। আমরাও মৃত্যুদণ্ড চাই।’

তবে সিবিআই তদন্তের প্রতি আগেও একাধিকবার অনাস্থা প্রকাশ করেছিল নির্যাতিতার পরিবার। তাঁদের দাবি ছিল, এই ঘটনায় সঞ্জয় রায় দোষী হলেও একমাত্র জড়িত নন। আরও অনেকে রয়েছে। কিন্তু সিবিআই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না। শিয়ালদা আদালতের রায় শোনার পরও অনেক প্রশ্ন রয়ে গিয়েছে নির্যাতিতার বাবা-মায়ের মনে। তাঁদের মতে, বিচার এখনও বাকি। তাই সঞ্জয়ের পাশাপাশি এই ঘটনায় জড়িতদেরও সাজা চাইছেন তাঁরা। আগামী সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ সাজা ঘোষণা করবে আদালত।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Gang Rape | প্রেম দিবসে মাদক খাইয়ে গণধর্ষণ! আসানসোল আদালতে আত্মসমর্পণ চার অভিযুক্তের   

আসানসোলঃ ‘ভ্যালেন্টাইন ডে’-তে এক কিশোরীকে ফুঁসলিয়ে ঘুরতে নিয়ে গিয়ে...

Delhi CM | প্রথমবারের বিধায়ক রেখা গুপ্তাই দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী, ঘোষণা বিজেপির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ৫ বছর দিল্লির রাজপাট...

Delhi High Court | ‘বাড়তি টিকিট বিক্রি কেন?’, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় রেলকে ভর্ৎসনা হাইকোর্টের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট (New Delhi...

Karnataka CM Siddaramaiah | জমি দুর্নীতি মামলায় বড় স্বস্তি সিদ্দারামাইয়ার! ক্লিনচিট দিল কর্ণাটকের লোকায়ুক্ত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জমি দুর্নীতি মামলায় বড় স্বস্তি...