উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় (RG Kar Corruption Case) চার্জ গঠনের ক্ষেত্রে আলাদা করে কোনও নির্দেশ দেবে না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। নিম্ন আদালতের বিচারপ্রক্রিয়ায় কোনওরকম হস্তক্ষেপ করা হবে না বলেও স্পষ্ট করেছে উচ্চ আদালত।
মঙ্গলবার বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সব পক্ষ নিম্ন আদালতে গিয়ে তাদের বক্তব্য জানাক। নিম্ন আদালত যে পদক্ষেপ করবে, তাই হবে। হাইকোর্ট শুধু গাইড করতে পারে। এই মামলার তদন্তের প্রয়োজনে কোনও নথি সিবিআই (CBI) অভিযুক্তদের দিতে না চাইলে, নিম্ন আদালতকে জানাতে হবে বলেও জানানো হয়। এদিনও দ্রুত ট্রায়াল শুরুর কথা বলেন বিচারপতি।
গত বছর ৮ অগাস্ট আরজি করে (RG Kar Case) কর্মরত অবস্থায় তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। পরে তাঁকে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। ঘটনায় তোলপাড় হয়ে ওঠে রাজ্য। সেই সূত্রে সামনে আসে আরজি করে আর্থিক দুর্নীতির বিষয়টি। সেই মামলায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ আরও বেশ কয়েকজনের নাম সামনে আসে। ওই মামলায় এর আগেই দ্রুত ট্রায়াল শুরু করার কথা বলেছিল কলকাতা হাইকোর্ট। মামলার চার্জ গঠন নিয়ে তৎপরতা বাড়ে।