উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাস্তা থেকে তুলে আরজি করের (RG Kar Hospital Incident) সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে (Sandip Ghosh) সিজিও (CGO) কমপ্লেক্সে নিয়ে গেল সিবিআই (CBI)। শুক্রবার দুপুরে তাঁকে সিজিও’তে নিয়ে যাওয়া হয় বলে খবর। সেখানে চলছে জিজ্ঞাসাবাদ।
আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পরে অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সন্দীপ। তবে ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হয়। যদিও সেখানেও বিক্ষোভ শুরু হয় তাঁর বিরুদ্ধে। তিনি ওই হাসপাতালে যাওয়ার আগে অধ্যক্ষের ঘরে তালা দেন ন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়ারা। কলকাতা হাইকোর্টের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে চলে যান সন্দীপ।
তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় আরজি করের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের প্রশ্ন, ঘটনার পর কেন হাসপাতালের সুপার এবং অধ্যক্ষ পুলিশে অভিযোগ করলেন না? এদিনই পুলিশি নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সন্দীপ। উচ্চ আদালতের কাছে দ্রুত শুনানির আর্জি জানান। যদিও সেই আবেদন খারিজ করে আদালত জানায় সোমবার আবার আবেদন করতে।