উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সিজিও কমপ্লেক্সের সিবিআই (CBI) দপ্তরে হাজিরা দিতে এলেন আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ (RG Kar Medical Ex Principal) সন্দীপ ঘোষ। বুধবার সকাল সওয়া ৯টা নাগাদ সিজিও কমপ্লেক্সে আসেন সন্দীপ (Sandip Ghosh)। হাতে একটি ফাইল নিয়ে সোজা ঢুকে যান সিজিও কমপ্লেক্সে (CGO Complex)। এদিকে, এদিন বেলা ১২টা নাগাদ লালবাজারেও হাজিরার নির্দেশ দিয়েছে পুলিশ।
গত শুক্রবার থেকে রোজই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিচ্ছেন সন্দীপ। তাঁকে প্রায় ১২-১৩ ঘণ্টা সিবিআই দপ্তরে থাকতে দেখা যাচ্ছে। মঙ্গলবারও সাড়ে ১১ ঘণ্টা জেরা করা হয়েছে তাঁকে। বুধবার নির্ধারিত সময়ের অনেকটা আগেই সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন সন্দীপ। অন্যদিকে, এদিন দুপুর ১২টায় সন্দীপকে লালবাজারেও হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ৯ অগাস্ট আরজি করে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা (RG Kar Incident) নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রকাশ্যে নির্যাতিতার নাম বলে দেন সন্দীপ। সেই কারণেই তাঁকে তলব করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আরজি কর কাণ্ডের নির্যাতিতার ছবি এবং নাম-পরিচয় সমাজমাধ্যমে পোস্ট করার জন্য বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ করছে পুলিশ। প্রাক্তন অধ্যক্ষ স্বয়ং নির্যাতিতার নাম ফাঁস করে দেন। যার প্রেক্ষিতে একটি মামলা রুজু করে কলকাতা পুলিশ। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দীপকে ডেকে পাঠানো হয়েছে লালবাজারে। তবে আজ তিনি হাজিরা দেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।