উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরজি কর কাণ্ডে (RG Kar Incident) প্রতিবাদের ঝড় উঠছে সর্বত্র। ‘জাস্টিস ফর আরজি কর’ স্লোগানে মুখরিত হচ্ছেন কলকাতা সহ রাজ্যবাসী থেকে দেশ-বিদেশের ভারতীয়রা। স্বাধীনতা দিবসের উৎসবের রাতে ত্রিবর্ণ পতাকার সঙ্গে বাংলার মানুষ উড়িয়েছিলেন প্রতিবাদের ধ্বজা। এবার সেই প্রতিবাদের (RG Kar Protest) ভাষা মিশতে চলেছে বিশ্বকর্মা পুজোয়ও (Vishwakarma Puja)। ঘুড়ি উড়িয়ে আরজি করের ঘটনায় বিচার চেয়ে সরব হবেন সাধারণ মানুষ।
বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি উড়িয়ে বিচারের দাবিতে সরব হওয়ার ডাক দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পরিকল্পনা অনুযায়ী, মঙ্গলবার ভোর থেকে কলকাতার সব প্রান্তে উড়বে প্রতিবাদের এই ঘুড়ি। কোনও ঘুড়িতে লেখা থাকবে, ‘জাস্টিস ফর আরজি কর’, আবার কোনও ঘুড়িতে মোমবাতির ছবি দিয়ে লেখা থাকবে, ‘বিচার পাক অভয়া’। যেহেতু ধর্ষণ ও খুনের ঘটনায় এই বিচারের দাবি তোলা হচ্ছে, তাই বেশিরভাগ ক্ষেত্রেই ঘুড়ির রং রাখা হয়েছে কালো। সেই কালো রংয়ের ঘুড়িতে সাদা রং দিয়ে বিচারের দাবি লেখা হয়েছে।
জানা গিয়েছে, উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের একটি দোকানে আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে এই ধরনের ঘুড়ি তৈরি করা হয়। দোকানে ঘুড়ি ঝুলতে দেখেই প্রতিবাদীরা তা কিনতে আগ্রহী হয়েছেন বলে জানান দোকানের মালিক। ধীরে ধীরে বাড়ছে ঘুড়ির চাহিদা। প্রতিটি ঘুড়ি ১৫ টাকা করে বিকোচ্ছে। গতকাল একটি সংস্থার তরফেও বিচারের দাবিতে তৈরি ঘুড়ি বিতরণ করা হয়েছে বলে জানা গিয়েছে।