উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আর জি কর মেডিকেলে তরুণী চিকিৎসক হত্যার ঘটনার প্রতিবাদে সোচ্চার গোটা দেশ। চিকিৎসক, নার্স থেকে শুরু করে অভিনেতা, নাট্যকর্মী কিংবা সাধারণ মানুষ, প্রত্যেকের মুখে প্রতিবাদের একটাই ভাষা ‘উই ওয়ান্ট জাস্টিস’ (WE WANT JUSTICE)। আর এবার আরজি করের ঘটনার প্রতিবাদে পথে নামলেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরাও।
এদিন মিছিলে উপস্থিত ছিলেন বহু বর্ষীয়ান আইনজীবী। প্রথম সারিতেই ছিলেন রাজ্য সরকারের প্রাক্তন এজি (Advocate General) অনিন্দ্য মিত্র, প্রাক্তন এজি (Advocate General ) জয়ন্ত মিত্র। ছিলেন এজি পদ থেকে পদত্যাগ করা আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ও।
আইনজীবীদের এদিনের প্রতিবাদ মিছিলে ছিলেন জিপি (Govt. Pleader) অশোক বন্দ্যোপাধ্যায়, যিনি রাজ্য সরকারের হয়ে একাধিক মামলা লড়েছিলেন। সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘বিবেকের কাছে আমি দায়বদ্ধ। ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। এর প্রতিবাদ করতেই হবে। এমন ঘটনা মেনে নেওয়া যায় না।’ এদিনের মিছিলে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম আন্দোলনের সময় তৎকালীন বাম সরকারের আইনজীবী প্রতীক ধর। আরজি করের নারকীয় ঘটনার প্রতিবাদে তিনি বলেন, ‘এই ঘটনা নন্দীগ্রামের থেকেও অনেক বেশি খারাপ। আমরা শকড।’