উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : আরজি কর মেডিকেল কলেজের সেমিনার হলে নির্যাতিতা মহিলা চিকিৎসকের প্রতিরোধের কোনও প্রমাণ মেলেনি, এমনই বলছে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (সিএফএসএল)-র রিপোর্ট।
গত ৯ অগাস্ট আরজি করের সেমিনার হল থেকে ওই চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল। তাঁকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। তা নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য তথা দেশ। সেই মামলা বর্তমানে সুপ্রিমকোর্টের বিচারাধীন। প্রধান অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে ইতিমধ্যে চার্জশিট দাখিল করেছে সিবিআই। এরই মধ্যে এবার প্রকাশ্যে এল ফরেনসিক রিপোর্ট।
সেই রিপোর্ট অনুসারে, সেমিনার হলে আততায়ীর সঙ্গে নির্যাতিতার ধস্তাধস্তি বা তাঁর প্রতিরোধের কোনও প্রমাণ পাওয়া যায়নি। এমনকি কাঠের পাটাতনে যে বিছানার উপর নির্যাতিতার দেহ শোয়ানো ছিল, সেখানেও প্রতিরোধের কোনও প্রমাণ মেলেনি।
প্রথমে কলকাতা পুলিশ ঘটনার তদন্ত করছিল। পরে আদালতের নির্দেশে তদন্তের দায়িত্ব পায় সিবিআই। সিএফএসএল রিপোর্টের শুরুতেই বলা হয়েছে, তদন্তভার পাওয়ার পর গত ১৩ অগাস্ট সিএফএসএলের সাহায্য চায় সিবিআই। সেই মতো ১৪ অগাস্ট (দেহ উদ্ধারের পাঁচ দিন পর) ফরেনসিক বিশেষজ্ঞেরা ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন। তার ভিত্তিতেই এই রিপোর্ট।
আরজি কর কাণ্ডের পর অনেকেই অপরাধস্থল নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। মহিলা চিকিৎসককে অন্য কোথাও ধর্ষণ করে খুনের পর দেহ সেমিনার হলে ফেলে রাখার সম্ভাবনার কথাও বলেছিলেন অনেকে। সিএফএসএল-এর রিপোর্ট প্রকাশ্যে আসার সেই সম্ভাবনাই ফের উসকে দিল।