সোনাপুর: সোমবার সকালে লোকালয়ে দাপিয়ে বেরাল একটি গণ্ডার। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় আলিপুরদুয়ার -১ ব্লকের পাতলাখাওয়া এলাকায়। স্থানীয়রা এদিন সকালে ওই গণ্ডারটিকে এলাকায় দেখতে পান। খবর দেওয়া হয় বনদপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চিলাপাতা রেঞ্জের বন কর্মীরা। এদিন সকালে গণ্ডারটি গ্রামের একটি সুপারি বাগানে আশ্রয় নিয়েছিল। সেখান থেকে সেটিকে জঙ্গলে ফেরানোর কাজ শুরু করেন বন কর্মীরা। গণ্ডারটিকে জঙ্গলে ফেরাতে আনা হয় একটি কুনকি হাতি। বাজিও ফাটান বনকর্মীরা। প্রায় এক ঘন্টা চেষ্টার পর ওই গণ্ডারটিকে জলদাপাড়া জঙ্গলে ফেরাতে সমর্থ হন তাঁরা। বন দপ্তরের অনুমান, চিলাপাতা বা জলদাপাড়া থেকে ওই গণ্ডার লোকালয়ে এসেছিল। গণ্ডারটি জঙ্গলে ফিয়ে যাওয়ায় স্বস্তিতে গ্রামবাসীরা।
Rhino | সাতসকালে লোকালয়ে গণ্ডার, জঙ্গলে ফেরাল বন দপ্তর
RELATED ARTICLES
[td_block_21 custom_title="LATEST POSTS"]