নাগরাকাটা: চা বাগানের শ্রমিক মহল্লায় গণ্ডার, হাতির হানার ঘটনা ঘটল মঙ্গলবার গভীর রাতে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে নাগরাকাটার বামনডাঙ্গা চা বাগানের শ্রমিক মহল্লা। জানা গিয়েছে, গণ্ডার কোনও তাণ্ডব না চালালেও মধ্যরাতে ব্যাপক তাণ্ডব চালায় দু’টি হাতি। বন দপ্তরের তরফে জানানো হয়েছে, গণ্ডার ও হাতির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে।
জানা গিয়েছে, গতকাল রাতে বামনডাঙ্গা চা বাগানের বিচ লাইনে দেখা যায় গণ্ডারটিকে। বেশকিছু সময় সেখানেই বিমলঝোড়া নদীতে ঘোরাফেরা করার পাশাপাশি শ্রমিক মহল্লাতেও ঢুঁ মারে গণ্ডারটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন বনকর্মীরা। এরপর গুটিগুটি পায়ে জঙ্গলে ফিরে যায় গন্ডারটি। স্থানীয় বাসিন্দাদের কথায়, বেশ কয়েকদিন যাবৎ সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে গণ্ডারটিকে। অন্য়দিকে, একই রাতে ওই এলাকাতেই তাণ্ডব চালায় দু’টি হাতি। ক্ষতিগ্রস্থ হয়েছে একাধিক দোকান বাড়ি সহ মন্দিরও। পাশাপাশি পশ্চিম খয়েরকাটার তাঁতিপাড়ায় রাতভর তাণ্ডব চালায় একটি দলছুট হাতি। ক্ষতিগ্রস্থ হয় দু’টি বাড়ি।