ফালাকাটা: শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সোমবার ফালাকাটা-আলিপুরদুয়ার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল স্কুল-কলেজ পড়ুয়ারা। অনলাইনে ‘ছাত্র সমাজ সংগঠন’ গড়ে এদিন পথে নামে তারা। হাতে প্ল্যাকার্ড নিয়ে পলাশবাড়ির শিলবাড়িহাটে মিছিল করে রাস্তায় বসে পড়ে তারা। ওই রাস্তাতেই চলছে মহাসড়কের নির্মাণ কাজ। অবরোধের জেরে আটকে পড়ে বহু যানবাহন। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। এদিকে স্বাস্থ্যবিধি মেনে স্কুল-কলেজ খোলার দাবিতে অনড় পড়ুয়ারা। পড়ুয়াদের অবরোধে সমর্থন ছিল অভিভাবকদেরও। এদিন অবরোধে আটকে পড়া এক অভিভাবক জানান, অনলাইনে পড়াশোনা কিছুই হচ্ছে না। তাই দ্রুত স্কুল খোলা প্রয়োজন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় সোনাপুর ফাঁড়ির পুলিশ। পুলিশের তরফে পড়ুয়াদের অবরোধ তুলে নিতে বলা হলেও পড়ুয়ারা প্রথমে নিজেদের দাবি থেকে সরতে রাজি হয়নি। পরে পড়ুয়াদের বার্তা প্রশাসনের উপর মহলে পাঠানোর আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেয় পড়ুয়ারা। তবে আগামী ১৫ দিনের মধ্যে কোনও সিদ্ধান্ত না হলে ফের বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে তারা। এদিনের অবরোধে পলাশবাড়ি এলাকার শিলবাড়িহাট হাই স্কুল, ফালাকাটা কলেজ ও সোনাপুর কলেজ পড়ুয়াদের একাংশ শামিল হয়।
আরো পড়ুন : খুলতে পারে স্কুল, নবান্নে প্রস্তাব পেশ শিক্ষা দপ্তরের