লাটাগুড়ি: দীর্ঘদিনের দাবিমতো পাকা রাস্তা পেলেন গ্রামবাসী। আর সেই আনন্দেই ব্যান্ডপার্টি নিয়ে আনন্দে মাতোয়ারা গোটা গ্রাম। চলল নাচ-গান, খাওয়া-দাওয়ার পালা। অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তরের প্রায় ১ কোটি ৫২ লক্ষ টাকা ব্যয় জলপাইগুড়ির (Jalpaiguri) ক্রান্তি ব্লকের (Kranti Block) রাজাডাঙ্গা ও চাঁপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রায় ছয়টি পাকা রাস্তার কাজ শুরু হয় রবিবার। আর এতেই খুশির হওয়া দুই গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায়।
অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের তরফে রাস্তাগুলোর কাজের শিলান্যাস করেন মন্ত্রী বুলুচিক বরাইক (Bulu Chik Baraik)। আর তাঁকে পেয়েই আনন্দে উল্লাসে ফেটে পড়েন গ্রামবাসী। ব্যান্ড পার্টি নিয়ে তাঁকে বরণ করে নিয়ে আসা হয়। স্থানীয় গ্রামবাসী মদন রায়, পবিত্র রায়, নির্মল রায়রা জানান, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তাঁরা আনন্দ ধরে রাখতে পারেননি। মন্ত্রী বুলুচিক বরাইক জানান, ব্লকে ছ’টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এদিন দুটি গ্রাম পঞ্চায়েতে পাকা রাস্তার কাজের সূচনা হল। আগামীদিনে বাকি চারটি গ্রাম পঞ্চায়েতেও পাকা রাস্তা নির্মাণ করা হবে দপ্তরের তরফে।