মালদা: প্রকাশ্য দিবালোকে মালদা শহরের বুকে ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, দুষ্কৃতীরা পুলিশ পরিচয় দিয়ে টোটো থামিয়ে সোনার অলংকার নিয়ে চম্পট দেয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মালদা শহরের মহেশমাটি এলাকার বাসিন্দা গায়িত্রী সরকার (৬০) টোটোয় করে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেইসময় দু’জন ব্যক্তি মোটরবাইকে এসে পুলিশ পরিচয় দিয়ে টোটো থামাতে বলে নথিপত্র দেখতে চায়। পরে এলাকায় ছিনতাই হয়েছে বলে গায়িত্রীদেবীকে সমস্ত অলংকার খুলে কাগজে মুড়িয়ে নিয়ে যেতে বলে। প্রথমে গায়িত্রীদেবী অস্বীকার করলেও পরে ভয়ে হাতের বালা ও গলার চেন খুলে ফেলেন। দুষ্কৃতীরা সেই বালা ও চেন কাগজে মুড়িয়ে গায়িত্রীদেবীর হাতে দিয়ে চলে যায়। এরপর গায়িত্রীদেবী কাগজ খুলে দেখেন তাতে নকল সোনা রয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইংরেজবাজার থানার পুলিশ। গোটা ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক দেখা দিয়েছে মালদায়। প্রশ্ন উঠছে শহরের নিরাপত্তা নিয়েও।