নয়াদিল্লি: অস্ট্রেলিয়ান ওপেন শুরু হতে চলেছে সামনের বছর ১২ জানুয়ারি। তার আগে বড় ধাক্কা খেলেন গতবারের পুরুষ ডাবলস চ্যাম্পিয়ন ভারতের রোহন বোপান্না। যে ম্যাথু এবডেনের সঙ্গে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন, তাঁর সঙ্গে জুটি ভেঙে গেল বোপান্নার। এই বিচ্ছেদে খোদ বোপান্নাও অবাক, ‘আমার কোচ ও আমার কাছে এই ঘটনা আকস্মিক। আমার মনে হয় না আমরা কেউই এটা আশা করেছিলাম।’
বোপান্না চলতি বছরের শুরুতে এবডেনকে সঙ্গী করে প্রথম পুরুষদের ডাবলস গ্র্যান্ড স্ল্যাম জেতেন। সেই সঙ্গে বয়স্কতম প্রতিযোগী হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির গড়েন। তবে সেই সাফল্য মরশুমের পরের দিকে ধরে রাখতে পারেননি বোপান্না-এবডেন। সেই কারণেই হয়তো এই বিচ্ছেদ।
কলম্বিয়ার নিকোলাস বারিএন্তোসের সঙ্গে জুটি বেঁধে অস্ট্রেলিয়ান ওপেনে নামবেন বোপান্না। তাঁর কথায়, ‘এখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে। সবাই নিজের নিজের সঙ্গী বেছে নিয়েছে। একমাত্র নিকোলাসই খালি ছিল। তবে ওকে সঙ্গে নিলে বাছাই হওয়ার সুযোগ থাকবে।’
তবে এই জুটির স্থায়িত্ব হতে চলেছে পরবর্তী দুটি প্রতিযোগিতা। এই বিষয়ে বোপান্না বলেছেন, ‘সবকিছুই নির্ভর করছে অস্ট্রেলিয়ান ওপেনের পর আমাদের র্যাংকিং কেমন হয় সেটার ওপর। যদি আমাদের র্যাংক কমে যায়, তাহলে এটিপি মাস্টার্স বা ৫০০ সিরিজেও সুযোগ পাব না।’