উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিবাহবিচ্ছেদ হতে চলেছে নেহা কক্কর (Neha Kakkar) ও রোহনপ্রীত সিংয়ের (Rohanpreet Singh)! সম্প্রতি শোনা যাচ্ছে এমনই জল্পনা (Divorce rumours)। কিন্তু হঠাৎ কী কারণে চিড় ধরল সংগীতশিল্পী জুটির সম্পর্কে। অবশেষে জল্পনার মধ্যেই এবার বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন রোহনপ্রীত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রোহনপ্রীত স্পষ্ট জানান, বিবাহবিচ্ছেদের খবর গুঞ্জন মাত্র। তিনি বলেন, ‘এসব বানানো গল্প। লোকজন তো নানা কথা বলবেই। আজ না হয় কাল বা পরশু তাঁরা কিছু মন্তব্য করবেই। কিন্তু এই মন্তব্যের প্রভাব যেন নিজেদের সম্পর্কে না পড়ে।’ গায়িকার স্বামী আরও বলেন, ‘লোকের কাজই হল কথা বলা। এসব মন্তব্য করে তাঁরা মজা পান। তাই যে যা ইচ্ছে বলুন। আমরা নিজেদের মতো করেই জীবন কাটাচ্ছি। ব্যক্তিগত জীবন ও পেশাকে আলাদাভাবে রাখা উচিত। আর আমরা যোগ্য বলেই আমাদের নিয়ে কথাবার্তা হচ্ছে। বোঝাই যাচ্ছে, আমরা দু’জনই জীবনে এগিয়ে যাচ্ছি।’
যদিও এবার প্রথম নয়, এর আগেও নেহা-রোহনপ্রীতের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছিল। সেবার সমস্ত গুঞ্জনের অবসান ঘটিয়ে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন রোহনপ্রীত। উল্লেখ্য, চণ্ডীগড়ে একটি মিউজিক ভিডিও শুটিং করতে গিয়ে আলাপ রোহনপ্রীত ও নেহার। ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।