উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রয়াত বিখ্যাত ফ্যাশন ডিজাইনার রোহিত বল (Rohit Bal Passes Away)। শুক্রবার রাতে গুরুগ্রামের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সূত্রের খবর, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফ্যাশন ডিজাইন কাউন্সিলের চেয়ারম্যান সুনীল শেট্টি।
গত বছরের এই সময় হৃদরোগের সমস্যা নিয়ে রোহিত বল ভর্তি হয়েছিলেন হাসপাতালে। রাখা হয়েছিল আইসিইউ’তে (ICU)। পরে অবশ্য কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন তিনি। কিন্তু কাজকর্ম কিছুটা কমিয়ে দিয়েছিলেন।
শ্রীনগরে (Srinagar) জন্ম হয় রোহিত বলের। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তাঁর কেরিয়ার শুরু ১৯৮৬ সালে। খুব অল্প সময়ের মধ্যেই ফ্যাশন জগতে জনপ্রিয় হন তিনি। বলিউডের বহু সেলিব্রিটি তাঁর ডিজাইন করা পোশাকে র্যাম্পে হেঁটে নজর কেড়েছেন। তাঁর ঝুলিতে রয়েছে প্রচুর পুরস্কার।