মুম্বই: অবিশ্বাস্য কিছু না ঘটলে মুম্বই ইন্ডিয়ান্স-রোহিত শর্মার গাঁটছড়া এবার ছিন্ন হতে চলেছে। প্রিয় মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন অধিনায়কের পরবর্তী আইপিএল ঠিকানা কী হতে চলেছে, তা নিয়ে আগ্রহের অভাব নেই। সূত্রের খবর, রোহিতের নাম যদি নিলাম তালিকায় থাকে, তাহলে একাধিক দল হিটম্যানকে পেতে ঝাঁপাবে।
পাঞ্জাব কিংস সেই ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে অন্যতম। সুযোগ পেলে রোহিতের জন্য মোটা অঙ্কের অর্থ নিয়ে প্রীতি জিন্টার দল ঝাঁপাবে। এদিন যা পরিষ্কার জানিয়েছেন পাঞ্জাব কিংসের ‘হেড অফ ক্রিকেট ডেভেলপমেন্ট’ সঞ্জয় বাঙ্গার। ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচের দাবি, মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দিলে নিলাম টেবিলে হিটম্যানকে নিয়ে ঝড় উঠবে। আকাশছোঁয়া দর পাবে ভারত-অধিনায়ক। যে দড়ি টানাটানিতে পাঞ্জাব কিংসও থাকবে।
সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে সঞ্জয় বাঙ্গার বলেছেন, ‘নিলামে যদি থাকে, আমার বিশ্বাস, রোহিত বিশাল দাম পাবে। আমরাও আগ্রহী। তবে পুরোটাই নির্ভর করবে আমাদের হাতে শেষপর্যন্ত কতটা অর্থ থাকে, তার ওপর।’ দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতো পাঞ্জাব কিংস এখনও আইপিএল ট্রফির স্বাদ পায়নি। রোহিতকে এনে ভাগ্যবদলের চেষ্টা থাকবে। তাছাড়া রোহিতকে পেলে নেতৃত্বের অচলাবস্থা অনেকটা মিটবে। প্রসঙ্গত, গতবার নিয়মিত অধিনায়ক শিখর ধাওয়ান চোট পাওয়ার পর স্যাম কুরান নেতৃত্ব দিলেও হতাশ করেন।
এদিকে বিরাট কোহলির টেস্ট-নেতৃত্ব নিয়ে অন্যরকম কথা শুনিয়েছেন বাঙ্গার। ২০২২ সালের জানুয়ারিতে কিছুটা অবাক করেই টেস্ট অধিনায়কত্ব ছাড়েন। এক পডকাস্ট শোয়ে বাঙ্গার জানিয়েছেন, তিনিও অবাক হয়েছিলেন বিরাটের এই পদক্ষেপে। ওই সময় আরও কিছুদিন দায়িত্ব সামলানো উচিত ছিল বিরাটের। ভারতীয় দলকে ৬৮টি টেস্টে নেতৃত্ব দিয়ে ৪০টিতে জেতেন বিরাট। জয়ের হার ৫৮.৮২ শতাংশ।