পারথ: গতকালই তিনি পৌঁছে গিয়েছিলেন পারথে। ভারত অধিনায়ক রোহিত শর্মার পারথে পা রাখার দিনই অপটাস স্টেডিয়ামে টেস্ট জয়ের মঞ্চটা গড়ে ফেলেছিল জসপ্রীত বুমরাহর ভারত। আজ মাঠে হাজির হয়েছিলেন ভারত অধিনায়ক।
দলের সাজঘরে বসে যেমন বিরাট কোহলিদের দুর্দান্ত জয়ের সাক্ষী থাকলেন রোহিত, তেমনই পারথের নেটে অনুশীলনও শুরু করে দিলেন। তাও আবার গোলাপি বলে। অপটাস টেস্টের চতুর্থ দিনের মধ্যাহ্নভোজের সময় দলের কয়েকজন সাপোর্ট স্টাফ ও জনাকয়েক নেট বোলারকে নিয়ে মূল স্টেডিয়ামের পিছনে থাকা নেটে হাজির হয়েছিলেন হিটম্যান। প্রথমে থ্রো ডাউন নিলেন। পরে পেসার ও স্পিনারদের বিরুদ্ধে গোলাপি বলে অন্তত ৪৫ মিনিট ব্যাটিং চর্চা করেন ভারত অধিনায়ক। অনুশীলনে তাঁকে বেশ ফুরফুরে মেজাজে দেখিয়েছে। বাড়তি সুইংয়ের কাঁটা থাকা গোলাপি বলের মোকাবিলা করতে খুব একটা সমস্যায় পড়তে আজ দেখা যায়নি রোহিতকে।
ভারতীয় দলের একটি বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, পারথ পৌঁছানোর আগে মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের মাঠেও গোলাপি বলে অনুশীলন করেছেন রোহিত। যদিও মুম্বইয়ে অনুশীলন করা আর অস্ট্রেলিয়ায় হাজির হয়ে গোলাপি বলে খেলা, এক বিষয় নয়। জানা গিয়েছে, আগামী ৩০ নভেম্বর থেকে ক্যানবেরার মানুকা ওভালে গোলাপি বলে টিম ইন্ডিয়ার যে অনুশীলন ম্যাচ রয়েছে ভারতের, সেখানে খেলবেন রোহিত। তিনিই দলকে নেতৃত্ব দেবেন।