নয়াদিল্লি: রোহিত শর্মার সংসারে নয়া অতিথি। তিন থেকে চার হওয়া। দ্বিতীয়বার বাবা হওয়ার খুশিটা সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগও করে নিয়েছেন। গত কয়েকদিন ধরে শুভেচ্ছায় ভাসছেন রোহিত-রীতিকা। দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিতে উঠে অভিনন্দন জানিয়েছেন তিলক ভার্মা, সূর্যকুমার যাদবরাও।
মুম্বই ইন্ডিয়ান্সের গত কয়েক বছরের সতীর্থ তিলক যেমন লিখেছেন, ‘রোহিতভাই তোমার জন্য ভীষণ খুশি। এই মুহূর্তটার জন্য আমরা অপেক্ষা করছিলাম। ১-২ দিন পরে হলে তোমাদের পাশেই থাকতাম। দ্রুত আসছি।’
মজার পোস্ট সূর্যকুমার যাদবেরও। রোহিতের সদ্যোজাত পুত্রসন্তানের কথা উল্লেখ করে লিখেছেন, ‘নতুন এক ক্রিকেটার এসে গিয়েছে। আমাদের তৈরি হতে হবে ছোট সাইজের ব্যাট, সাইড আর্ম, ছোট ছোট প্যাড নিয়ে।’ ভিডিও বার্তায় সূর্যদের পাশাপাশি সঞ্জু স্যামসন লিখেছেন, ‘বড় ভাই, তাঁর পরিবারের জন্য খুশির খবর। আমরাও দারুণ খুশি।’