মেলবোর্নঃ বাড়ছে বিতর্ক। জটিল হচ্ছে পরিস্থিতি। সঙ্গে তৈরি হচ্ছে ‘যুদ্ধের’ আবহ। বৃহস্পতিবার থেকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হতে চলা বক্সিং ডে টেস্টের আগে ভারত ও অস্ট্রেলিয়া, দুই শিবিরের অন্দরমহল থেকেই সামনে আসছে ঘটনার ঘনঘটা। সঙ্গে তুমুল ঝড়ের পূর্বাভাস। যার প্রমাণ, আজ মেলবোর্নে নির্ধারিত থাকা দুই দেশের সংবাদমাধ্যমের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ আচমকাই বাতিল হয়ে যাওয়া। নেপথ্য কারণ হিসেবে সামনে আসছে গতকাল রবীন্দ্র জাদেজার হিন্দিতে সাংবাদিক সম্মেলন বিতর্ক। সঙ্গে মেলবোর্ন বিমানবন্দরে বিরাট কোহলির পরিবারের ছবি তোলার ঘটনা তো রয়েইছে।
ক্রমশ জটিল হতে থাকা পরিস্থিতি আজ আরও উত্তাপের আঁচ পেয়েছে। সৌজন্যে এমসিজিতে অনুশীলনের জন্য নির্ধারিত থাকা বাইশ গজ। যেখানে অনুশীলন করতে গিয়ে আজ আচমকাই হাঁটুতে চোট পেয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। চোট পাওয়ার পর শরীরীভাষায় একরাশ বিরক্তি ও প্রবল যন্ত্রণা নিয়ে হিটম্যান মাঠের ধারেই একটি চেয়ারে পা তুলে বসেছিলেন অন্তত ৪০ মিনিট। হাঁটুতে লাগানো ছিল আইস প্যাকও। সঙ্গে ছিলেন দলের ফিজিও, চিকিৎসকেরা। পরে আর ব্যাটিং অনুশীলন করতে দেখা যায়নি ভারত অধিনায়ককে। অনুশীলন শেষে টিম ইন্ডিয়ার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, অধিনায়ক রোহিতের চোট গুরুতর নয়। বক্সিং ডে টেস্টে খেলতে তাঁর সমস্যা হবে না। প্রশ্ন উঠেছে, এমন ঘটনা কেন ঘটবে? ভারতীয় দলের জন্য কেন এমন লো বাউন্সের অসমান বাইশ গজ থাকবে অনুশীলনের জন্য? আজ রোহিত চোট পেয়েছেন। গতকাল অনুশীলনের শেষের দিকে চোট পেয়েছিলেন লোকেশ রাহুলও। জোরে বোলার আকাশ দীপও আজ অনুশীলনের একেবারে শেষের দিকে ব্যাটিং চর্চার সময় হাতে চোট পান। পরে সাংবাদিকদের সামনে হাজির হয়ে আকাশ জানিয়েছেন, ‘এমসিজি-র অনুশীলন পিচ সাদা বলের ক্রিকেটের জন্য উপযুক্ত।’ টিম ইন্ডিয়া সূত্রের খবর, আকাশের চোটও গুরুতর নয়।
আগামীকাল এমসিজি-তে প্যাট কামিন্সদের অনুশীলন শুরু হওয়ার কথা। হলেই বোঝা যাবে, অজিদের অনুশীলনের জন্য ভিন্ন চরিত্রের কোনও বাইশ গজ রয়েছে কিনা। কিন্তু তার আগে ভারতীয় দলের অনুশীলন পিচ নিয়ে চলছে চর্চা ও জোরদার বিতর্কও। রোহিতের মতো অনুশীলনের সময় চোট না পেলেও বিরাট কোহলি, যশস্বী জয়সওয়ালদের আজ বারবার এমসিজি-র পিচের নীচু ও অসমান বাউন্সের জন্য অস্বস্তিতে পড়তে দেখা গিয়েছে বারবার। বেশ কিছু ডেলিভারি যশস্বীর শরীরেও আঘাত করেছে। জানা গিয়েছে, টিম ইন্ডিয়ার তরফে পুরো বিষয়টি একেবারেই ভালোভাবে নেওয়া হয়নি। সরকারিভাবে অনুশীলনের জন্য নির্ধারিত থাকা বাইশ গজ নিয়ে কোনও অভিযোগ করা না হলেও পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।
নেটে অধিনায়ক রোহিতের আচমকা হাঁটুতে চোট পাওয়ার দিন ফের তাঁর ব্যাটিং অর্ডার নিয়ে জল্পনা সামনে এসেছে। জানা গিয়েছে, ইতিহাস হয়ে যাওয়া তিন টেস্টের মতোই লোেকশ রাহুল ও যশস্বী ইনিংস ওপেন করবেন। আর অধিনায়ক রোহিত ছয় নম্বরেই ব্যাটিং করবেন। টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও আজ রোহিতকে ছয় নম্বরেই ব্যাটিংয়ের কথা বলেছেন। সঙ্গে দিয়েছেন পরামর্শও। শাস্ত্রীর কথায়, ‘খোলা মনে পজিটিভ ক্রিকেট খেলুক রোহিত। ব্যাট হাতে শুরু থেকেই পালটা আক্রমণের পথে যাক ও। আমি নিশ্চিত, ব্যাটার রোহিত যে কোনও পজিশনে ব্যাটিং করেই বিপক্ষ বোলারদের আক্রমণ করতে জানে।’
রানের সন্ধানে চাপে থাকা রোহিত শেষ পর্যন্ত শাস্ত্রীর পরামর্শ কাজে লাগিয়ে ছন্দে ফেরেন কিনা, সেটাই দেখার।