শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

Rohit Sharma | ইংল্যান্ড সফরেও আস্থা রোহিতে, অবসর নিয়ে বড় ইঙ্গিত কোহলির

শেষ আপডেট:

নয়াদিল্লি: ভারতীয় দলের জার্সিতে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর এবার লক্ষ্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্রথম আইপিএল ট্রফি এনে দেওয়া। এদিন যে লক্ষ্যে গার্ডেন সিটিতে দলের সঙ্গে যোগও দিয়েছেন। তার মাঝেই আন্তর্জাতিক কেরিয়ার নিয়ে বড় ইঙ্গিত বিরাট কোহলির।

জানিয়ে দিলেন, আর অস্ট্রেলিয়া সফরে যাবেন না। গত সফরই জাতীয় দলের জার্সিতে শেষ অস্ট্রেলিয়াগামী বিমানে ওঠা। বিরাটের যে বক্তব্য তাঁর অবসর জল্পনা নতুন করে উসকে দিয়েছে।

গত অজি টেস্ট সফরে নিজের পারফরমেন্স সম্পর্কে এক প্রশ্নের জবাবে কোহলি বলেছেন, ‘হয়তো আর অস্ট্রেলিয়া সফরে যাব না। তাই অতীতে কী হয়েছে, তা নিয়ে মাথা খারাপ করতে রাজি নই।’ স্বভাবতই প্রশ্ন উঠছে, তাহলে কি দ্রুত টেস্ট ফর্ম্যাট থেকে সরে দাঁড়াতে চলেছেন বিরাট?

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ৩টি ওডিআই এবং ৫টি টি২০ ম্যাচ খেলতে অস্ট্রেলিয়ায় যাবে ভারতীয় দল। টি২০ থেকে ইতিমধ্যেই বিরাট অবসর নিলেও ওডিআই খেলছেন। সেক্ষেত্রে টেস্ট না হলেও ওডিআই দলের সঙ্গে অজি সফরে পা রাখবেন। তবে আজকের বক্তব্যের পর তা নিয়েও প্রশ্ন উঠছে।

ঘনিষ্ঠ মহলে ২০২৭ ওডিআই বিশ্বকাপে খেলার কথা জানিয়েছেন। তারপরই হয়তো বিদায় জানাবেন আন্তর্জাতিক ক্রিকেটকে। তবে সেই সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা বহাল রাখলেন। বিরাট জানান, ভবিষ্যৎ নিয়ে এখনও কিছু ভাবেননি। ভাবেননি অবসরের পরই বা কী করবেন। সতীর্থদের অনেকেই এই নিয়ে জিজ্ঞাসা করেছে তাঁকে। সবাইকে একই কথা বলেছেন।

তবে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের ফাইনালে যদি ভারত ওঠে, তাহলে টি২০ অবসর ভেঙে ওই ম্যাচ খেলতে চান বিরাট। মজার সুরে বলেছেন, ‘অলিম্পিকে ক্রিকেট। বিশ্বাস, আমাদের সামনে পদকের হাতছানি থাকবে। ভারত যদি ফাইনালে ওঠে, তাহলে ওই একটা ম্যাচ খেলার জন্য অবসর ভাঙব। অলিম্পিক পদক জয় দুর্দান্ত হবে।’

এদিকে, জুনের ইংল্যান্ড সফরে টেস্ট দলের নেতৃত্বে সম্ভবত থাকছেন রোহিত শর্মা। লাল বলের ফর্ম্যাটে রোহিতের ফর্ম, দলের ব্যর্থতার পর নানান প্রশ্ন উঠছিল। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে পায়ের নীচের নড়বড়ে জমি কিছুটা হলেও শক্ত রোহিতের। খবর, ৫ ম্যাচের টেস্ট সফরে অধিনায়ক রোহিতের প্রতি সমর্থন রয়েছে বোর্ডেরও।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত যেভাবে দলকে পরিচালনা করেছে, তাতে উচ্ছ্বসিত নির্বাচক কমিটি এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও। পুরস্কারস্বরূপ ইংল্যান্ড সফরে অধিনায়ক রোহিতেই আস্থা। ২০২৫-২০২৭, পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপ বৃত্তে ভারত অভিযান শুরু করবে কঠিন ইংল্যান্ড সফর দিয়ে। যে চ্যালেঞ্জিং সফরে রোহিতের অভিজ্ঞতা গুরুত্ব পাচ্ছে।

বোর্ডের এক শীর্ষ আধিকারিক দাবি করেছেন, ‘অধিনায়ক হিসেবে ওর ক্ষমতাটা দেখিয়ে দিয়েছে রোহিত। ইংল্যান্ড সফরে দলের নেতৃত্বে ও যে সঠিক ব্যক্তি, সেটা বুঝতে পারছে প্রত্যেকে। রোহিত নিজেও লাল বলের ফর্ম্যাটে খেলা চালিয়ে যেতে আগ্রহী।’ রোহিতও কিছুদিন আগে জানান, ক্রিকেট উপভোগ করছেন। আগামীতে কী হবে, সেটা নিয়ে এখনই ভাবছেন না।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Neeraj Chopra | ‘বোঝাতে হচ্ছে যে,আমি দেশপ্রেমী’, আরশাদ ইস্যুতে ব্যাথিত ভারতের ‘সোনার ছেলে’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েছেন ভারতের...

Kolkata | রাজারহাটে নয়া ক্রিকেট স্টেডিয়ামের প্রস্তাব মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজারহাটে ১৫ একর জমিতে সিএবি-কে নয়া...

Kolkata | ‘ভারত-ইংল্যান্ড উপভোগ্য সিরিজ হবে’, বাবার সঙ্গে ইডেনে ঈশা গুহ

অরিন্দম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ নৈশালোকের ঝলমলে ইডেন গার্ডেন্স। শনিবার কলকাতা...

Rohit Sharma | ‘ছন্দটা শেষপর্যন্ত ধরে রাখতে হবে’, বক্তা রোহিত, মনোযোগী শ্রোতা হার্দিক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্রথম পাঁচ ম্যাচে একটা জয়।...