Top News

Virat Kohli | ‘কোহলিকে চাই-ই’, টি২০ বিশ্বকাপের দল নিয়ে কড়া বার্তা রোহিতের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবারের টি২০ বিশ্বকাপের (T20 World Cup) ভারতীয় দলে থেকে বাদ দেওয়া হতে পারে বিরাট কোহলিকে (Virat Kohli)। বোর্ড কর্তাদের একাংশের এই সিদ্ধান্তের বিরুদ্ধে নাকি সরাসরি সংঘাতে জড়িয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। বিষয়টি জানার পরই রোহিত নাকি ফোন করেন বোর্ড সচিব (BCCI Secretary) জয় শা’কে (Jay Shah)। ভারতীয় দলের অধিনায়ক তাঁকে জানিয়ে দেন, কোহলিকে বিশ্বকাপের দলে চান তিনি। এমনটাই দাবি করেছেন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ (Kirti Azad)।

সূত্রের খবর, বোর্ড কর্তাদের একাংশের যুক্তি, ওয়েস্ট ইন্ডিজের ধীর গতির উইকেটে ২০ ওভারের ক্রিকেটে কোহলির পক্ষে মানিয়ে নেওয়া অসুবিধার হতে পারে। ব্যাটে ভালোভাবে বল আসবে, এমন পিচে খেলতে স্বচ্ছন্দ বোধ করেন কোহলি। আর কোহলিকে বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান নির্বাচক অজিত আগরকরকে। আইপিএলে কোহলির পারফরম্যান্স দেখার পর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান বোর্ড কর্তারা। তাঁদের আরও বক্তব্য, ২০ ওভারের ক্রিকেটে কোহলি দলের চাহিদা পূরণ করতে পারছেন না। মানিয়ে নেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে তাঁর। একদিনের বা টেস্ট ক্রিকেটে অবশ্য এই সমস্যা নেই। তাছাড়া, ২০২২ সালের টি২০ বিশ্বকাপের পর কোহলি দেশের হয়ে ২০ ওভারের ম্যাচ খেলেননি।

কর্তাদের একাংশের এই যুক্তি মানতে নারাজ রোহিত। বোর্ড সচিব এ ব্যাপারে রোহিতের মতামত জানতে চান। ভারতীয় দলের অধিনায়ক বোর্ড সচিবকে বলেছেন, ‘কোহলিকে আমার চাই-ই। কোহলি টি২০ বিশ্বকাপ খেলবে। এটা দল নির্বাচনের যথেষ্ট আগে সরকারিভাবে ঘোষণা করে দিতে হবে।’ বোর্ড সচিবের সঙ্গে রোহিতের কথাবার্তার বিষয়টি প্রকাশ করেছেন ১৯৮৩-র বিশ্বজয়ী দলের সদস্য আজাদ। সোশ্যাল মিডিয়ায় আজাদ লিখেছেন, ‘জয় শা কেন? উনি তো নির্বাচক নন। এই দায়িত্বটা অজিত আগরকরকেই দেওয়া উচিত। অন্য নির্বাচকদের সঙ্গে আগরকর আলোচনা করুক। তাদের আগরকর বোঝাক, টি২০ দলে কোহলিকে প্রয়োজন নেই!’ কর্তাদের কখনও দল নির্বাচনি প্রক্রিয়ার অংশ হওয়া উচিত নয় বলেও জানিয়েছেন তিনি। আজাদের দাবি, আগরকরকে ১৫ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল কোহলিকে নিয়ে অন্য নির্বাচকদের রাজি করাতে। কিন্তু কোহলিকে বাদ দিয়ে টি২০ বিশ্বকাপের দল গঠনের বিষয়টি মেনে নিতে পারেননি আগরকর। অন্য নির্বাচকেরাও সায় দেননি। এর মধ্যেই রোহিত সরাসরি হস্তক্ষেপ করেছেন। এই পরিস্থিতিতে কোহলিকে বিশ্বকাপের ভারতীয় দলকে বাদ দেওয়া কার্যত অসম্ভব বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞেরা।

 

Kuhelika Barman

Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Siliguri | গৃহবধূকে দুই মেয়ে সহ বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ শাশুড়ির বিরুদ্ধে

শিলিগুড়ি: স্বামীর মৃত্যুর পর থেকেই গৃহবধূকে অত্যাচারের অভিযোগ শাশুড়ি ও ননদের বিরুদ্ধে। দুই কন্যা সন্তান…

4 mins ago

Manikchak | তৃণমূল অঞ্চল সভাপতিকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ, কাঠগড়ায় কংগ্রেস

মানিকচক: তৃণমূল (TMC) অঞ্চল সভাপতিকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল কংগ্রেসের (Congress) বিরুদ্ধে। মালদার মানিকচকের…

53 mins ago

Mamata Banerjee | সিপিএমের সঙ্গে নন্দীগ্রামে গণহত্যা ঘটিয়েছিলেন শুভেন্দু-শিশির! নাম না করেই বিস্ফোরক ইঙ্গিত মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : নন্দীগ্রাম গণহত্যা নিয়ে ফের বিস্ফোরক মমতা। এবার নাম না করে…

1 hour ago

Malda news | নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীর যাবজ্জীবন কারাদণ্ড

মালদা: নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীর যাবজ্জীবন সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত। এছাড়া…

1 hour ago

Abhijit Ganguli | মমতাকে নিয়ে ফের ‘কুকথা’ অভিজিতের! নির্বাচন কমিশনে তৃণমূল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিচারপতির চেয়ার ছেড়ে জনতার দরবারে হাজির হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Bjp candidate…

2 hours ago

Harishchandrapur | প্রাকৃতিক দুর্যোগ, হরিশ্চন্দ্রপুরে বজ্রপাতে মৃত্যু নব দম্পতি’র

হরিশ্চন্দ্রপুর: প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারালেন এক নব দম্পতি। হরিশ্চন্দ্রপুরের (Harishchandrapur) তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের কুর্সাডাঙ্গি এলাকার…

2 hours ago

This website uses cookies.