Saturday, October 5, 2024
HomeখেলাধুলাRohit Sharma | সঞ্জয়ের মুখে অধিনায়ক রোহিত, দুরন্ত জয়ের দিনেও সামির ‘খোঁজ’...

Rohit Sharma | সঞ্জয়ের মুখে অধিনায়ক রোহিত, দুরন্ত জয়ের দিনেও সামির ‘খোঁজ’ শাস্ত্রীর

নয়াদিল্লি: গ্রিনপার্কে দুরন্ত জয়। আগ্রাসী ব্যাটিংয়ের সঙ্গে ঝাঁঝালো বোলিং। রবিচন্দ্রন অশ্বীন-রবীন্দ্র জাদেজার পাশে যোগ্য সংগত জসপ্রীত বুমরাহর নেতৃত্বাধীন পেস ব্রিগেড। এতকিছুর পরও রবি শাস্ত্রীর মুখে মহম্মদ সামির কথা।

মহম্মদ সিরাজ, আকাশ দীপরা থাকলেও প্রাক্তন হেডকোচ দ্রুত সামির প্রত্যাবর্তনের অপেক্ষায়। সামির প্রশংসা করে শাস্ত্রী বলেছেন, ‘বলের সিমকে সামি যেভাবে ব্যবহার করে, তা বিশ্ব ক্রিকেটে খুব কম বোলারই পারে। আশাবাদী দ্রুত ফিট হয়ে সেই দায়িত্ব সামলাবে ও।’

ওডিআই বিশ্বকাপে সাদা বলে কেরামতি দেখিয়েছেন সামি। শাস্ত্রীর কথায়, ‘নতুন বলে সুইং হোক বা পুরোনো বলে রিভার্স, সামির দক্ষতা প্রশ্নাতীত। বিশেষত, গ্রিনপার্কের মতো পিচে একেবারে পারফেক্ট। এই ধরনের পরিবেশকে কীভাবে ব্যবহার করতে হয়, জানে সামি। যথার্থ অর্থেই উইকেট শিকারী।’

সঞ্জয় মঞ্জরেকারের মুখে আবার অধিনায়ক রোহিত শর্মা। সামনে থেকে নেতৃত্ব দেওয়া, বাকিদের জন্য উদাহরণ রাখা-সবমিলিয়ে পরবর্তী প্রজন্মের কাছে নেতৃত্বের নয়া পরম্পরা রোহিত রেখে যাচ্ছেন বলে মনে করেন। কানপুরে যেভাবে ভারত খেলেছে, কম দলই তা পারে। নিজেদের সেরা সময়ে যা করে দেখাত অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ। এখন রোহিতের ভারত করে দেখাচ্ছে।

টিম ইন্ডিয়ার সাফল্যের পিছনে ভিভিএস লক্ষ্মণ আবার দলের ‘সাপ্লাই লাইন’-কে কৃতিত্ব দিচ্ছেন। বর্তমানে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান লক্ষ্মণ বলেছেন, ‘২০২১ সালের ডিসেম্বরে এনসিএর দায়িত্ব নিই। এখনও পর্যন্ত দুর্দান্ত অভিজ্ঞতা। প্রতিষ্ঠিত আন্তর্জাতিক তারকাকে সামলানো, পাশাপাশি দলের রিজার্ভ বেঞ্চ শক্তিশালী করার দায়িত্ব। তিন ফরম্যাটে সাফল্যের যা আবশ্যিক শর্ত। যে কর্মযজ্ঞে অংশ নিতে পেরে আমি তৃপ্ত। শুধু পুরুষ দল নয়, আগামী দশ বছরে মহিলা ক্রিকেটও গর্বিত করবে দেশকে।’

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Darjeeling | পুজো-পর্যটন নিয়ে আশায় বুক বাঁধছে পাহাড়

0
ভাস্কর বাগচী, শিলিগুড়ি: পুজো-পর্যটনের স্বার্থে ধসে বিপর্যস্ত পাহাড়কে দ্রুত স্বাভাবিক করতে তৎপর গোর্খ্যাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) (GTA)। শুক্রবার আবহাওয়া অনেকটাই অনুকূল থাকায় সকাল থেকে...
tea-garden

Tea Industry | চা শিল্পের উন্নয়নে বরাদ্দ প্রায় ৬৬৪ কোটি

0
শুভজিৎ দত্ত, নাগরাকাটা: চা শিল্পের (Tea Industry) উন্নয়নে কেন্দ্রীয় শিল্পবাণিজ্যমন্ত্রক প্রায় ৬৬৪ কোটি টাকা মঞ্জুর করেছে। এবারে ওই বরাদ্দ কীভাবে খরচ করা হবে, তা...

Arjun Singh | অর্জুন সিং-এর বাড়ির সামনে বোমাবাজি, পুলিশের জালে ৪ অভিযুক্ত

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিজেপি নেতা অর্জুন সিং-এর (Arjun Singh) বাড়ির সামনে শুক্রবার সকালে বোমাবাজির ঘটনা ঘটেছিল। ভাটপাড়ার তৃণমূল (TMC) নেতা নমিত সিং এবং...

Siliguri | পুজোয় চক্রবর্তী বাড়িতে আসেন ফেলুদা-বব বিশ্বাস

0
তমালিকা দে, শিলিগুড়ি: ফেলুদা থেকে বব বিশ্বাস, বা মিস্টার অ্যান্ড মিসেস আইয়ারের সেই দুর্ধর্ষ ডাকাত সর্দার। সব্যসাচী চক্রবর্তী থেকে শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন সেনরা পারলে...

Northeast Frontier Railway | পুজোয় হারিয়ে যাওয়া ঠেকাতে উদ্যোগ, ছোটদের পরিচয়পত্র দেবে রেল

0
প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার: ট্রেন থেকে নেমে ঠাকুর দেখতে গিয়ে ছোটরা যাতে হারিয়ে না যায় সেজন্য উত্তর–পূর্ব সীমান্ত রেল (Northeast Frontier Railway) উদ্যোগী হয়েছে। এজন্য...

Most Popular