কলকাতা: দ্রুত দলের সঙ্গে যোগ দাও। অধিনায়ক হিসেবে তোমাকে ভারতীয় দলের প্রয়োজন। রোহিত শর্মার উদ্দেশে এমনই বার্তা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আসন্ন বর্ডার-গাভাসকার সিরিজের শুরু থেকেই অধিনায়কে দেখতে চান মহারাজ। রোহিতের প্রতি সেই আবেদনই রাখতে দেখা গেল ভারতের প্রাক্তন অধিনায়ককে।
সম্প্রতি দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে রোহিতের। মূলত স্ত্রী-সন্তানের পাশে থাকার জন্য প্রথম টেস্ট না খেলার সিদ্ধান্ত। যদিও সৌরভের যুক্তি, সন্তান হয়ে গিয়েছে। অধিনায়ক হিসেবে এবার ভারতীয় দলের প্রয়োজনীয়তার দিকটা দেখুক। সৌরভ বলেছেন, ‘আশা করছি, রোহিত দ্রুত অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে। ওর নেতৃত্ব দলের প্রয়োজন। রোহিতের পুত্রসন্তান হয়ে গিয়েছে। এবার যেতেই পারে। আমি রোহিতের জায়গা থাকলে, ঠিক পারথে খেলতাম।’
মহারাজের যুক্তি, ভালো শুরু যে কোনও সিরিজের জন্য গুরুত্বপূর্ণ। পাঁচ টেস্টের আসন্ন সিরিজের শুরুটা ভালো হওয়া উচিত। রোহিত দুর্দান্ত অধিনায়ক। তাই প্রথম টেস্ট থেকেই রোহিতদের দলের প্রয়োজন। নাহলে প্রভাব পড়বে দলের ওপর। পারথ টেস্টের আগে এখনও কয়েকটা দিন হাতে রয়েছে। তাই দলের সঙ্গে যোগ দেওয়া উচিত।
অবশ্য পারথ টেস্টে রোহিতের খেলার সম্ভাবনা নেই (যদি না রাতারাতি কোনও মিরাকল কিছু ঘটে)। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফেও তা পরিষ্কার করে দেওয়া হয়েছে। জািনয়ে দেওয়া হয়েছে, রোহিত প্রথম টেস্টে থাকছেন না। পরিবার এবং সদ্যোজাত সন্তানের সঙ্গে সময় কাটাতে চান। ভারতীয় ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্তকে সম্মান জানায়।
সৌরভ বোর্ড সভাপতি থাকাকালীন টেস্ট অধিনায়কত্ব পান রোহিত। যদিও ওয়ার্কলোডের কারণে রোহিত শুরুর দিকে আগ্রহী ছিলেন না। সৌরভ বোঝান, অবসরের আগে টেস্ট নেতৃত্বের পালক মুকুটে থাকা উচিত। শেষপর্যন্ত পূর্বসূরির কথা ফেলতে পারেননি। সৌরভের কথায়, ‘জানতাম ওর মধ্যে নেতৃত্বের রসদ রয়েছে। সেটাই বুঝিয়েছিলাম। অধিনায়ক রোহিতের সাফল্যে তাই মোটেই অবাক হইনি আমি।’