নয়াদিল্লি: সিরিজ হাতছাড়া হয়েছে। সম্মান, মর্যাদা ধাক্কা খেয়েছে। সঙ্গে ভারতীয় ক্রিকেটের দুই সুপারস্টার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে তৈরি হয়েছে অসন্তোষ।
দুজনের কেউই স্যর ডন ব্র্যাডম্যানের দেশে তাঁদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে কোহলি অপরাজিত শতরান করেছিলেন। কিন্তু অধিনায়ক রোহিতের মিশন অস্ট্রেলিয়ায় কোনও হাফ সেঞ্চুরিও নেই। তিন টেস্টের পাঁচ ইনিংসে তাঁর সংগ্রহ মাত্র ৩১। সিডনিতে শেষ টেস্টে পরিস্থিতির চাপে রোহিত প্রথম একাদশ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। আর পাঁচ টেস্টের দীর্ঘ সিরিজজুড়ে কোহলি বারবার একই ভুল করে গিয়েছেন।
এমন অবস্থায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলি-রোহিতদের কি টিম ইন্ডিয়ায় দেখা যাবে? প্রশ্ন উঠেছে ভারতীয় ক্রিকেট সংসারে। এখনও স্পষ্ট জবাব নেই কোথাও। তার মধ্যেই আজ সর্বভারতীয় এক হিন্দি দৈনিকের তরফে দাবি করা হয়েছে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নতুন সচিব হতে চলা (১২ জানুয়ারি বোর্ডের এসজিএমে সরকারিভাবে দায়িত্ব নেবেন) দেবজিৎ শইকিয়া আজ জাতীয় নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকারকে রোহিত-বিরাট নিয়ে আরও কড়া হওয়ার বার্তা দিয়েছেন। ক্রিকেটের চেয়ে বড় কোনও ক্রিকেটার হতে পারেন না, প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিয়ে রোহিতদের জাতীয় দল থেকে বাদ দেওয়ার দাবিও তুলেছেন তিনি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর অস্ট্রেলিয়া সফরেও মুখ থুবড়ে পড়েছে ভারতীয় দল। এমন অবস্থায় নয়া বোর্ড সচিব জাতীয় নির্বাচক কমিটির প্রধান আগরকারকে রোহিত-বিরাট নিয়ে কড়া হওয়ার বার্তা দিয়েছেন বলে খবর। নয়া বোর্ড সচিবের এমন বার্তা বা নির্দেশ নিয়ে ভারতীয় ক্রিকেটমহল থেকে সরকারিভাবে কোনও তথ্য পাওয়া যায়নি।
যদিও বোর্ড সচিবের মনোভাব যদি সত্যিই এমন হয়, তাহলে বলতেই হচ্ছে রোহিত-বিরাটদের মতো তারকাদের বর্ণময় কেরিয়ারের শেষটা খুব খারাপ হতে চলেছে। বিসিসিআইয়ের একটি সূত্রের দাবি, শুধু রোহিত-বিরাটকে নিয়েই নয়। কোচ হিসেবে সম্পূর্ণ স্বাধীনতা পাওয়া গৌতম গম্ভীরকে নিয়েও অসন্তোষ রয়েছে। মিশন অস্ট্রেলিয়ায় টিম ইন্ডিয়ার চূড়ান্ত ব্যর্থতার পর লাল বলের টেস্ট ক্রিকেট থেকে গম্ভীরকে সরিয়ে ভিভিএস লক্ষ্মণকে দায়িত্বে নিয়ে আসা যায় কিনা, এমন ভাবনার খবরও সামনে আসছে। প্রয়োজনে গম্ভীরকে শুধু সাদা বলের ওয়ান ডে ও টি২০ ক্রিকেটে কোচের দায়িত্ব দেওয়া হবে। শেষ পর্যন্ত যাই হোক না কেন, টানা ব্যর্থতার কারণে ভারতীয় ক্রিকেটের অন্দরমহল আপাতত ঘেঁটে ঘ। এর মধ্যেই অস্ট্রেলিয়া সফরের পাঁচ টেস্টে ৩২ উইকেট নেওয়ার পুরস্কার হিসেবে আইসিসি-র মাসের সেরা ক্রিকেটারের তালিকায় মনোনয়ন পেলেন জসপ্রীত বুমরাহ। সম্ভবত তিনিই ক্রিকেটের নিয়ামক সংস্থার বিচারে মাসের সেরা ক্রিকেটার হতে চলেছেন।