রিয়াধ: সৌদি প্রো লিগের ম্যাচে আল ওরোবার বিরুদ্ধে ৩-০ গোলে জয় পেল আল নাসের। সৌজন্যে সেই পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ১৭ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এটি তাঁর কেরিয়ারের ৯০৫তম গোল। ২৯ মিনিটে সাদিও মানের গোলটির ক্ষেত্রে পাস বাড়িয়েছিলেন সেই রোনাল্ডোই। ৭১ মিনিটে সেনেগাল তারকা মানে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন।
জয়ের পর সমাজমাধ্যমে পর্তুগিজ মহাতারকা বলেছেন, ‘আমাদের আর থামানো যাবে না।’ আপাতত ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে আল নাসের। সমসংখ্যক ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল হিলাল।