মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

Cristiano Ronaldo | আয়ের নিরিখে শীর্ষে রোনাল্ডো

শেষ আপডেট:

নিউ ইয়র্ক: রেকর্ড যেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পিছনে ছোটে। বয়স চল্লিশের ঘরে। অথচ ব্র্যান্ড ভ্যালু এতটুকু কমেনি পর্তুগিজ মহাতারকার। সম্প্রতি এক মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে দেখা গিয়েছে, গত একবছরে বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী ক্রীড়াবিদ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০২৪ সালে তাঁর মোট উপার্জনের পরিমাণ ২৬০ মিলিয়ন ডলার। এরমধ্যে আল নাসেরের হয়ে খেলে শুধু ২১৫ মিলিয়ন ডলার রোজগার করেছেন তিনি।

আয়ের নিরিখে বিশ্বের প্রথম দশজন ক্রীড়াবিদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বাস্কেটবল কিংবদন্তি স্টিভেন ক্যারি। তাঁর মোট উপার্জনের পরিমাণ ১৫৩.৮ মিলিয়ন ডলার। এই তালিকায় রোনাল্ডোর থেকে অনেকটাই পিছনে রয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। তিনি চতুর্থ স্থানে রয়েছেন। তাঁর মোট রোজগারের পরিমাণ ১৩৫ মিলিয়ন ডলার।

এছাড়া ক্রীড়াবিদদের মধ্যে আয়ের নিরিখে প্রথম দশে রয়েছেন নেইমার, করিম বেঞ্জেমা ও কিলিয়ান এমবাপেরা। ষষ্ঠ স্থানে থাকা নেইমারের গত একবছরে মোট উপার্জন ১৩৩ মিলিয়ন ডলার। ১১৬ মিলিয়ন ডলার উপার্জন করে অষ্টম স্থানে রয়েছেন ফরাসি তারকা করিম বেঞ্জেমা। তার ঠিক পরেই রয়েছেন আরেক ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। তাঁর মোট উপার্জন ১১০ মিলিয়ন ডলার।

Share post:

Popular

More like this
Related

Sunil Gavaskar | বুমরাহও অপরিহার্য নয়, রোহিত-বিরাটকে ছাড়াও জিতবে ভারত, দাবি গাভাসকারের

মুম্বই: আগামীর ভাবনায় কড়া বার্তা সুনীল গাভাসকারের। কিংবদন্তির দাবি,...

IPL 2025 | কেকেআর বনাম আরসিবি ম্যাচের টিকিটের হাহাকার, শনিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা

কলকাতাঃ অপেক্ষার শেষ প্রহর। ২২ মার্চ ইডেন গার্ডেন্সে শুরু...

IPL 2025 | রাতে কলকাতায় পা বরুণ-হর্ষিতের, ফের ব্যর্থ রাহানে, বোলিং নিয়েও উদ্বেগ নাইটদের

কলকাতা: দিনটা ক্রমশ এগিয়ে আসছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে...

PCB | দক্ষিণ আফ্রিকার পেসারকে পিসিবি-র আইনি নোটিশ

লাহোর: আইপিএল নিলামে নাম লিখিয়েও কোনও দলে জায়গা হয়নি।...