নকশালবাড়ি: স্টেশন চত্বরে অসামাজিক কাজকর্মের অভিযোগ জানানোয় রেলের জমিতে থাকা একটি পরিবারের বাড়িঘর ভেঙে দেওয়ার অভিযোগ উঠল। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে নকশালবাড়ি থানার উত্তর স্টেশন পাড়াতে। অভিযোগ, ওই এলাকার বাসিন্দা যোগেন্দ্র পাসওয়ানের বাড়ি ভেঙে দিয়েছেন রেলের আধিকারিকরা। তিনি রেলে কুলির কাজ করতেন। বর্তমানে তিন মেয়ে এবং দুই ছেলেকে নিয়ে উত্তর স্টেশন পাড়াতে থাকেন যোগেন্দ্র। বাড়ি ভেঙে দেওয়ায় সমস্যায় পড়েছেন তিনি। এপ্রসঙ্গে কাটিহারের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) সুরেন্দ্র কুমার জানিয়েছেন, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখবেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর স্টেশন পাড়ায় রেলের জমিতেই রয়েছে একাধিক বাড়ি। সেগুলির বেশিরভাগই অবৈধভাবে গড়ে উঠেছে বলে অভিযোগ। একই জায়গায় রয়েছে যোগেন্দ্রর বাড়িও। অন্যদের বাড়ি অক্ষত থাকলেও এদিন তাঁর বাড়ি ভেঙে দেন রেলের ঠাকুরগঞ্জ দপ্তরের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার এবং বাগডোগরার আরপিএফ আধিকারিকরা। ঘটনাকে কেন্দ্র করে এদিন ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
যোগেন্দ্র বলেছেন, ‘উত্তর স্টেশন পাড়ার অধিকাংশ বাসিন্দা রেলের জমিতে থাকেন। কিন্তু তাঁদের কারও বাড়ি ভাঙেনি। শুধু আমার বাড়ি ভেঙে ফেলা হল। এখন পরিবার নিয়ে আমি কোথায় যাব।’ তাঁর ছেলে অশোক পাসওয়ানের অভিযোগ, ‘কয়েক মাস আগে নকশালবাড়ি স্টেশন চত্বরে অসামাজিক কাজকর্মের বিষয়ে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানকে অভিযোগ জানানো হয়েছিল। তারই বদলা নিতে আরপিএফ আমাদের বাড়ি ভেঙে দিল।’ যদিও বিষয়টি খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ডিআরএম।