উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পথ দুর্ঘটনায় আহতদের (Road accident victims) ‘নগদহীন চিকিৎসা’ প্রদানের (Cashless Treatment) জন্য নতুন প্রকল্প চালু করতে চলেছে কেন্দ্র। একথা জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari)। নতুন এই প্রকল্পের মাধ্যমে পথ দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সাত দিনের জন্য দেড় লক্ষ টাকা পর্যন্ত খরচ বহন করবে সরকার। এমনকি পথ দুর্ঘটনায় মৃত্যু হলে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথাও ঘোষণা করেছেন তিনি।
মঙ্গলবার দিল্লিতে প্রত্যেকটি রাজ্যের সড়ক পরিবহণমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন নীতিন গড়করি। সেই বৈঠকেই নতুন প্রকল্পের কথা জানান তিনি। ২০২৪ সালের মার্চে পরীক্ষামূলকভাবে এই প্রকল্প চালু হয়েছিল চণ্ডীগড়ে। পরবর্তীতে এটি আরও ছয়টি রাজ্যে প্রসারিত হয়েছিল। এবার চলতি বছরের মার্চ থেকে এই প্রকল্প পাকাপাকিভাবে চালু হতে চলেছে। জানা গিয়েছে, প্রথমে অনলাইনের মাধ্যমে পরিবহন দপ্তরের পোর্টালে দুর্ঘটনার যাবতীয় রিপোর্ট পাঠিয়ে আহতের চিকিৎসার সুবিধার জন্য আবেদন জানাতে হবে। এরপর সমস্ত কিছু খতিয়ে দেখে চিকিৎসার ব্যবস্থা করা হবে। ন্যাশনাল হেলথ অথরিটি (NHA), পুলিশ, হাসপাতাল ও রাজ্য স্বাস্থ্য বিভাগ মিলিতভাবে গোটা বিষয়টি দেখবে। এই প্রকল্পের মূল লক্ষ্যই হল আহত ব্যক্তির চিকিৎসার পথে অর্থ যাতে বাধা না হয়ে দাঁড়ায়। পাশাপাশি সময়মতো সঠিক চিকিৎসা পরিষেবা যাতে প্রদান করা যায়।
প্রসঙ্গত, ২০২৪ সালে দেশে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় ১ লক্ষ ৮০ হাজার জনের। এদের মধ্যে ৬৬ শতাংশই ছিল ১৮ থেকে ৩৪ বছর বয়সি। শুধুমাত্র হেলমেট না পরার কারণেই মৃত্যু হয়েছে ৩০ হাজার জনের। আর ১০ হাজারের মৃত্যু হয়েছে স্কুল ও কলেজের কাছে প্রবেশ এবং প্রস্থানের জায়গাতে। এই পরিসংখ্যান নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ প্রকাশ করেছেন গড়করি।