Wednesday, September 11, 2024
Homeজাতীয়RSS | জাতভিত্তিক গণনায় সম্মতি? বিরোধীদের বার্তা দিল আরএসএস

RSS | জাতভিত্তিক গণনায় সম্মতি? বিরোধীদের বার্তা দিল আরএসএস

তিরুবনন্তপুরম: জাতগণনা ইস্যুতে ভিন্ন বার্তা দিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) (RSS)। সংঘের মুখপাত্র সুনীল আম্বেদকার সোমবার ইঙ্গিত করেছেন, জাতগণনার দাবি মেনে নিতে তাঁদের আপত্তি নেই। উন্নয়নের প্রয়োজনে জাতগণনা করা যেতেই পারে। তবে বিরোধীরা যেভাবে ইস্যুটিকে মোদি সরকারের বিরুদ্ধে প্রচারের হাতিয়ারে পরিণত করেছে তাকে গ্রহণযোগ্য বলে মনে করছে না সংঘ পরিবার।

লোকসভা ভোটের আগে থেকেই জাতগণনার দাবিতে সরব রাহুল গান্ধি। কংগ্রেসের সুরে সুর মিলিয়েছে আরজেডি, এসপি, ডিএমকে সহ ইন্ডিয়া জোটের অধিকাংশ শরিক দল। বিজেপি শুরু থেকে জাতগণনার বিরোধিতা করছে। লোকসভা ভোটে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাডু, রাজস্থানে এনডিএ’র খারাপ ফলে পিছিয়েপড়া শ্রেণির জনসমর্থনে ফাটল গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে উত্তরপ্রদেশে সপা, কংগ্রেসের অভাবনীয় সাফল্যে যাদব-মুসলিম ভোটের পাশাপাশি পিছড়েবর্গের সমর্থন যে অনুঘটকের ভূমিকা নিয়ে সেই ব্যাপারে ভোট বিশেষজ্ঞরা একমত।

সামনেই মহারাষ্ট্র, হরিয়ানা সহ কয়েকটি বড় রাজ্যে বিধানসভা ভোট। তার আগে জাতগণনা নিয়ে আরএসএসের বার্তা তাৎপর্যপূর্ণ। কেরলের পালক্কড়ে সংঘের ৩ দিনের অখিল ভারতীয় সমন্বয় বৈঠক শেষে সুনীল আম্বেদকার বলেন, ‘মানুষের উন্নয়নের জন্য জাতগণনার প্রয়োজনীয়তা অস্বীকার করে না আরএসএস। কিন্তু একে ভোট রাজনীতিতে ব্যাবহার করা অনুচিত। সরকারের উচিত তথ্য সংগ্রহের জন্য জাতগণনা করা। মনে রাখতে হবে এটি একটি স্পর্শকাতর বিষয়। এর সঙ্গে রাষ্ট্রীয় একতার প্রশ্ন জড়িয়ে রয়েছে।’

বিরোধীদের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘সমাজের বিভিন্ন অংশের প্রতি নজর দেওয়া দরকার। সেজন্য সরকারের সব শ্রেণির জনসংখ্যার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। উদাহরণ হিসাবে সম্প্রদায় ভিত্তিক পুরুষ, মহিলা, শিশুর সংখ্যা নির্ধারণের কথা বলা যেতে পারে। তবে জাতগণনাকে যেন কল্যাণকর কাজের মধ্যে সীমাবন্ধ রাখা হয়। এ বিষয়ে রাজনীতি করার জন্য নয়। আমরা এখানেই সীমারেখা টানতে চাইছি।’

এতদিন কংগ্রেসের জাতগণনার দাবিকে দেশে বিভাজন তৈরির চেষ্টা বলে অভিযোগ করছিলেন বিজেপি নেতারা। দেশের মানুষকে ভাগ করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আরএসএসের বার্তার পর কেন্দ্রের শাসক দলের অবস্থান নিয়ে স্বাভাবিকভাবে জল্পনা শুরু হয়েছে। যদিও এদিন সন্ধ্যা পর্যন্ত এই ইস্যুতে কোনও বিজেপি নেতা মন্তব্য করেননি।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Birupaksha Biswas | ডাক্তারিতে ভর্তির আশ্বাস দিয়ে ৮ লক্ষ টাকা আদায়! নয়া কীর্তি ফাস...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আরজি কর কাণ্ডে 'সাসপেন্ড' হওয়া চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে আরও এক অভিযোগ এ বার প্রকাশ্যে এল। অভিযোগ, চার বছর আগে...

Junior Doctors’ Movement | আন্দোলনে ‘রাজনীতি’ দেখছেন চন্দ্রিমা, পত্রপাঠ খারিজ জুনিয়র ডাক্তারদের

0
শিলিগুড়ি: আরজি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত চিকিৎসকরা রাজনৈতিক ভাবে প্রভাবিত হচ্ছেন। এদিন নবান্নে মুখ্যসচিব ও ডিজিকে পাশে বসিয়ে এই অভিযোগ করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী...

Changrabandha | ট্রাক ধর্মঘটের জের, বন্ধ চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে রপ্তানি বাণিজ্য

0
চ্যাংরাবান্ধা: সাত দফা দাবিতে ১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন (Federation Of West Bengal...

Asansol | জাল লাইসেন্স দেখিয়ে বেসরকারি সংস্থায় গান ম্যানের চাকরি, আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ৫

0
কুলটিঃ আগ্নেয়াস্ত্রের জাল লাইসেন্স দেখিয়ে একটি বেসরকারি সংস্থায় গান ম্যানের কাজ নিয়েছিলেন জনা কয়েক যুবক। সম্প্রতি, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ...

DRDO | ৯ হাজার কিমি পাল্লার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ডিআরডিও

0
নয়াদিল্লি: পরমাণু অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কে-৫  তৈরি করছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৯০০০ কিলোমিটার। ২০০০ কেজি ওজনের...

Most Popular