বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

Rufous-Necked Hornbill | ঝান্ডিতে লেন্সবন্দি রুফাস নেকড হর্নবিল        

শেষ আপডেট:

শুভজিৎ দত্ত, নাগরাকাটা: ঝান্ডিতে দেখা মিলল ক্রমশ দুষ্প্রাপ্য হয়ে আসা রুফাস নেকড হর্নবিলের (Rufous-Necked Hornbill)। সম্প্রতি অনিন্দিতা মুখোপাধ্যায় নামে এক পাখিপ্রেমী এই প্রজাতির ৫টি পাখি লেন্সবন্দি করেছেন। অনিন্দিতা জানিয়েছেন, রুফাস নেকড হর্নবিল সাধারণত উত্তর-পূর্ব ভারত ছাড়াও ভুটান, মায়ানমার, দক্ষিণ চিন, লাওস, ভিয়েতনামের মতো দেশে দেখা যায়। পাখির স্বর্গরাজ্য হিসেবে পরিচিত কার্সিয়াংয়ের লাটপাঞ্চারে কেবল দুটি রুফাস নেকড হর্নবিল রয়েছে। সব মিলিয়ে ঝান্ডিতেও (Jhandi) রুফাসের দর্শন পেয়ে দারুণ খুশি গত ২০ বছর ধরে পাখি সংরক্ষণের ওপর কাজ চালিয়ে যাওয়া অনিন্দিতা।

বর্তমানে হায়দরাবাদের বাসিন্দা কলকাতার কন্যা বলেন, ‘ঝান্ডি ও লাগোয়া দূরখোলা সহ আশপাশের একাধিক স্থান প্রকৃত অর্থেই পাখিরালয়। পাহাড়ের এই মণিমাণিক্য শুধু যাঁরা পাখি ভালোবাসেন বা পাখি নিয়ে চর্চা করেন তাঁদের জন্যই নয়। পর্যটকদের কাছেও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। দরকার শুধু সঠিকভাবে প্রচারের আলোয় তুলে ধরা।’

রুফাস নেকড হর্নবিল ছাড়াও ঝান্ডিতে আরও নানা প্রজাতির পাখিও দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানো অর্নিথোফিলস-এর লেন্সে ধরা পড়েছে। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য রেড ফেসড লিওচিচিলা, হিমালয়ান কিউটিয়া, পেল হেডেড উড পেকার, ব্ল্যাক থ্রোট প্যারটবিল, রিউফাস ভেন্ডেট ইউহিনা, হিমালয়ান ব্লুটেইল, স্কারলেট ফিঞ্চ। তাঁর লেন্সে ধরা পড়েছে বার্ডারদের কাছে পরম আকাঙ্ক্ষিত সাত রঙে রঞ্জিত মিসেস গোউল্ড নামে আরেক প্রজাতির পাখিও।

পাখি দেখার জন্য পাহাড়ের লাটপঞ্চার, ঋষভ, রংটংয়ের মতো স্থানগুলি সুপরিচিত। ফি বছর শীত পড়তেই কাতারে কাতারে পাখিপ্রেমীরা সেখানে ভিড় জমান। ছুটে আসেন বিদেশিরাও। তবে ঝান্ডি বা মাত্র দুই কিলোমিটার দূরের দূরখোলায় প্রচুর জানা-অজানা পাখি রয়েছে বলে অনিন্দিতা জানিয়েছেন। দার্জিলিং উড পেকার বা হিমালয়ান উড পেকারদের কাছে এইসব স্থান যেন শান্তির নীড়। দূরখোলাতে চেরি গাছের ফুলের মধু খেতে মিসেস গোউল্ড পাখি ছুটে আসে। অনিন্দিতা বলছেন, ‘বহুদিন ধরেই ঝান্ডি আমাকে পাখির জন্য টানে। অন্যরাও এসে তাদের দু’চোখ ভরে দেখুক। কোনও সমস্যা নেই। তবে কখনোই যেন তাদের বিরক্ত না করা হয়। এই সব সম্পদ উত্তরবঙ্গের অহংকার।’

যে ৫টি রুফাস নেকড হর্নবিল ঝান্ডিতে রয়েছে সেগুলির মধ্যে দুটি ছানা। বাকিগুলি পরিণত। রুফাসের প্রিয় খাবার অ্যাভোকাডো ও ডুমুরের মতো ফল। স্থানীয়রা যাতে পাখিগুলিকে আগলে রাখেন সেজন্য অনিন্দিতা ও তাঁর টিম বর্তমানে সেখানে ধারাবাহিকভাবে প্রচার চালিয়ে যাচ্ছে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Balurghat | ভোট না দেওয়ার আবেদন, দুই বিজেপি বিধায়কের বিরুদ্ধে পোস্ট সোশ্যাল মিডিয়ায়

বালুরঘাট: ২০২৬ সালে বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপির বিধায়কদের...

Pardubi | আবাসের টাকা ঢুকেছে অন্যের অ্যাকাউন্টে! প্রশাসনকে জানিয়েও হয়নি সুরাহা, অভিযোগ উপভোক্তার

পারডুবি: আবাসের এক উপভোক্তার টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার...

Malda | ঝাড়খণ্ড থেকে অস্ত্র এনে মালদায় ছড়িয়ে দেওয়ার ছক! উদ্ধার ৫ টি আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ১

মালদা: আন্তঃরাজ্য অস্ত্র পাচারচক্রের পর্দা ফাঁস করল মালদা পুলিশ।...

Mainaguri | অকালে প্রাণ গেল মাধ্যমিক পরীক্ষার্থীর, ছাত্রের মৃত্যুতে শোকস্তব্ধ ময়নাগুড়ি ব্লকের কালামাটির বৈষ্ণবপাড়া    

ময়নাগুড়ি: অকালে প্রাণ চলে গেল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। বুধবার...