উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মিতালি রাজের পর ফের অবসরের ঘোষণা ভারতীয় মহিলা ক্রিকেট দলে। এবার খেলা ছাড়ার কথা ঘোষণা করলেন অভিজ্ঞ তারকা ক্রিকেটার রুমেলা ধর (Rumela Dhar)। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন বলে জানিয়েছেন তিনি। বুধবার সোশ্যাল মিডিয়ায় নিজের অবসর নেওয়ার কথা জানিয়ে দেন বাংলার এই অলরাউন্ডার ক্রিকেটার। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তাঁর সংগ্রহ ১৩১ রান ও ১৩টি উইকেট। ৩৮ বছ বয়সি রুমেলা ৪টি টেস্ট, ৭৮টি ওয়ান ডে ও ১৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেরিয়ারের শেষ টি-২০ ম্যাচে মাঠে নামেন তিনি। গতবছর নভেম্বর মাসে বাংলার হয়ে সিনিয়ার উওমেন্স ওয়ান ডে টুর্নামেন্টে শেষ বার মাঠে নামেন রুমেলা।
আরও পড়ুন : ইংল্যান্ড পৌঁছেই করোনায় আক্রান্ত কোহলি, নাও খেলতে পারেন প্রস্তুতি ম্যাচ