উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিয়ের সময় পাত্রী ও তাঁর পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার জন্য ‘রূপশ্রী প্রকল্প’ (Rupashree Scheme) চালু করেছিল রাজ্য সরকার। এবার এই প্রকল্পের টাকা যাতে বিয়ের (Marriage) আগেই পাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়, সেজন্য নয়া নির্দেশিকা জারি করল নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তর।
নতুন নির্দেশিকায় বলা হয়েছে, যতটা সম্ভব বিয়ের আগেই রূপশ্রীর টাকা (Rupashree Scheme Money) পাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিতে হবে। আর যদি তা না হয় তাহলে খুব দেরি হলে বিয়ের দিনই পাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে হবে। সম্প্রতি দপ্তরের আধিকারিকরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন নির্দেশের বিষয়ে সব জেলা প্রশাসনকে জানিয়ে দিয়েছেন।
সাধারণত এতদিন পর্যন্ত অধিকাংশ ক্ষেত্রেই বিয়ের পর রুপশ্রীর টাকা পাওয়া যেত বলে অভিযোগ উঠেছিল। অনেক ক্ষেত্রে আবার বিয়ের কয়েক বছর পরেও রূপশ্রীর টাকা পেয়েছেন আবেদনকারীরা। যদিও সেক্ষেত্রে দেরি হওয়ার কারণ ছিল সময়ের মধ্যে আবেদনপত্র যাচাই করে উঠতে না পারা। তাই সেই নিয়মে বদল আনা হয়েছে। শনিবার থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে বলে জানা যাচ্ছে।