মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

Bardhaman | বর্ধমান স্টেশনে হুড়োহুড়ি! পদপিষ্ট হয়ে আহত একাধিক, তদন্তের নির্দেশ রেলের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রবিবার সন্ধ্যায় বর্ধমান রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। প্ল্যাটফর্ম ৪ এবং ৬-এর সংযোগকারী ফুট ওভারব্রিজের সিঁড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে পুরুষ ও মহিলা সহ মোট ৬ জনকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাঁদের চিকিৎসা চলছে।

রেল কর্মকর্তারা জানিয়েছেন, যখন প্ল্যাটফর্ম ৪, ৬ এবং ৭-এ প্রায় একই সময়ে তিনটি ট্রেন দাঁড়িয়েছিল, তখনই মূলত এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ট্রেন ধরার তাড়াহুড়োয় যাত্রীরা ওভারব্রিজের সরু সিঁড়ি ব্যবহার করে দ্রুত ওঠা-নামা শুরু করেন।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, মুহূর্তে সিঁড়িটি অতিরিক্ত ভিড়ে ভরে যায়। ভিড়ের চাপ বাড়তে থাকায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ফলস্বরূপ পদপিষ্টের ঘটনা ঘটে। হুড়োহুড়ির সময় বেশ কয়েকজন যাত্রী পড়ে যান এবং তাঁদের ওপর দিয়েই দ্রুত গতিতে অন্য যাত্রীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঘটনার খবর পাওয়া মাত্রই রেলের উদ্ধারকারী দল ও রিলিফ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাঁরা আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরিত করেন।

এই দুর্ঘটনার পর স্টেশন চত্বরে কিছুক্ষণের জন্য উত্তেজনা ও বিভ্রান্তি ছড়ায়। রেল কর্তৃপক্ষ ঘটনার কারণ অনুসন্ধানে এবং ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা কর্মীদের কোনও গাফিলতি ছিল কিনা, তা খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।

Share post:

Popular

More like this
Related

Bihar Election | বিহারে ক্ষমতায় এনডিএ না মহাগঠবন্ধন? বুথ ফেরত সমীক্ষায় মিলল বড় ইঙ্গিত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিহার ভোটের (Bihar Election) ২...

Second Farakka Bridge | দ্বিতীয় ফরাক্কা সেতুতে অ্যাম্বুল্যান্স চলাচলে অনুমতি

কালিয়াচক: গঙ্গা নদীর ওপর দ্বিতীয় ফরাক্কা সেতু (Second Farakka...

Supreme Court | ‘এসআইআর নিয়ে কেন এত ভয় পাচ্ছেন?’ মামলাকারীদের বার্তা শীর্ষ আদালতের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিহারে এসআইআর নিয়ে আগেই মামলা...

Partha Chatterjee | বাড়িতে পৌঁছতেই পার্থকে বরণ আত্মীয়দের, সত্যের জয় হবে বলে আশা প্রকাশ প্রাক্তন শিক্ষামন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২২ থেকে ২০২৫-এর নভেম্বর পর্যন্ত...