উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার রাশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। রাশিয়ার কাজানে অনুষ্ঠিত দু’দিনব্যাপী ব্রিকস সম্মেলনে (Brics Summit) যোগ দিতে রাশিয়ায় গিয়েছেন তিনি। সম্মেলনের প্রথম দিনেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন মোদি। সেই বৈঠকে ইউক্রেন-রাশিয়া সংঘাতে (Ukraine-Russia conflict) থামাতে শান্তিপূর্ণ সমাধানের বার্তা দিয়েছেন তিনি।
এদিনের বৈঠকে মোদি বলেন, ‘রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলা সংঘাতের দিকে সবসময়ই নজর রাখছি আমরা। আমরা বিশ্বাস করি যে এই সমস্যাগুলি শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা উচিত।’ এই সংঘাত থামাতে ভারত যে সহযোগিতা করতে প্রস্তুত, সেকথাও উল্লেখ করেন মোদি। তিনি বলেন, ‘আমরা শান্তি ও স্থিতিশীলতার দ্রুত প্রত্যাবর্তনকে সম্পূর্ণরূপে সমর্থন করি। আমাদের সমস্ত প্রচেষ্টা মানবতাকে অগ্রাধিকার দেয়। ভারত ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।’
অন্যদিকে পুতিন এদিন মোদিকে বলেন, ‘ব্রিকসে ভারত-রাশিয়া সহযোগিতাকে আমরা বাড়তি গুরুত্ব দিই। কেননা আমরা দুই দেশই প্রতিষ্ঠাতা সদস্য। আমরা আমাদের আইনসভাগুলির মধ্যে বর্ধিত সহযোগিতা প্রত্যক্ষ করছি। আমাদের বিদেশমন্ত্রীরা নিয়মিত যোগাযোগ বজায় রাখছেন পরস্পরের সঙ্গে। এবং বাণিজ্যে ইতিবাচক বৃদ্ধি দেখা যাচ্ছে।’
প্রসঙ্গত, বিগত আড়াই বছর পেরিয়ে গেলেও থামেনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই সংঘাত থামাতে বরাবরই একই সুর বজায় রেখেছে দিল্লি। এর আগেও জুলাই মাসে রাশিয়ার মাটিতে পা রাখেন মোদি। সেবারও মোদিকে বলতে শোনা গিয়েছিল, ‘আমরা নিরপেক্ষ নই। প্রথম থেকে আমাদের একটাই পক্ষ। আমরা সব সময় শান্তির পক্ষে।’