আন্তর্জাতিক

SCO Summit | এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাজাখস্তানে জয়শংকর, সারলেন দ্বিপাক্ষিক বৈঠক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার কাজাখস্তানে (Kazakhstan) গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। আগামী ৪ জুলাই থেকে শুরু হওয়া এসসিও (Shanghai Cooperation Organisation) বার্ষিক শীর্ষ সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করতেই সেদেশে গিয়েছেন তিনি। মঙ্গলবার কাজাখস্তানে পৌঁছেই সেদেশের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী মুরত নুরতলুর (Murat Nurtleu) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সেরেছেন জয়শংকর। বৈঠকে কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণ এবং মধ্য এশিয়ার সঙ্গে ভারতের ক্রমবর্ধমান সম্পৃক্ততা নিয়ে আলোচনা করেছেন তাঁরা। সাক্ষাতের সেই ছবি জয়শংকর নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন।

দীর্ঘ বৈঠকের পর নিজের এক্স হ্যান্ডেলে মুরত নুরতলুর সঙ্গে ছবি পোস্ট করে জয়শংকর লেখেন, ‘আজ কাজাখস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী মুরত নুরতলুর সঙ্গে দেখা করে আনন্দিত। এসসিও কাউন্সিল অফ হেডস অফ স্টেট সামিটের আতিথেয়তা এবং ব্যবস্থার জন্য তাঁকে ধন্যবাদ জনাই। আমাদের সম্প্রসারিত কৌশলগত অংশীদারিত্ব এবং বিভিন্ন ক্ষেত্রে মধ্য এশিয়ার সঙ্গে ভারতের ক্রমবর্ধমান সম্পৃক্ততা নিয়ে আলোচনা হয়েছে।’

এই এসসিও সম্মেলনে (SCO Summit) প্রধানমন্ত্রীর যাওয়ার কথা থাকলেও সংসদের অধিবেশনের কারণে তিনি যাননি। মোদির পরিবর্তে বৈঠকে যোগ দিতে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তবে অধিবেশন চলাকালীন অতীতে মোদি বিদেশ সফরে গেলেও কাজাখস্তান না যাওয়ায় উঠেছে প্রশ্ন। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান, চিনের উপস্থিতি এড়াতেই বৈঠক যাননি নরেন্দ্র মোদি। এবারে আফগানিস্তানের পরিস্থিতি, ইউক্রেনের সংঘাত এবং এসসিও সদস্য দেশগুলির মধ্যে সামগ্রিক নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর বিষয়ে শীর্ষ সম্মেলনে আলোচনা করা হবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ২০০১ সালে সাংহাইতে অনুষ্ঠিত একটি শীর্ষ সম্মেলনে রাশিয়া, চিন, কিরঘিজস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তানের রাষ্ট্রপতিদের দ্বারা এসসিও প্রতিষ্ঠিত হয়েছিল। ২০০৫ সালে একটি পর্যবেক্ষক দেশ হিসেবে এসসিওর সঙ্গে ভারতের যোগসূত্র শুরু হয়। ২০১৭ সালে এসসিওর পূর্ণ সদস্য হয়ে ওঠে ভারত ও পাকিস্তান।

Shahini Bhadra

Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

Copa America | আর্জেন্টিনার কাছে হেরে দায়িত্ব থেকে সরে গেলেন ইকুয়েডর কোচ ফেলিক্স

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ চার বছরের চুক্তিতে দাড়ি পড়ল মাত্র ১ বছরেই। গত বছরের মার্চে…

3 hours ago

Missing student | আম কুড়োতে গিয়ে বেপাত্তা! ১৯ দিন খোঁজ নেই সপ্তম শ্রেণীর ছাত্রের

মানিকচক: আম কুড়াতে ব্যাগ হাতে বাগানের দিকে দৌড় মেরেছিল অমিত। তবে আম কুড়িয়ে আর বাড়ি…

4 hours ago

Grandmaster Ziaur Rahman | দাবা খেলতে খেলতেই হার্ট অ্যাটাক! মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের জাতীয় দাবা প্রতিযোগিতায় খেলতে খেলতেই লুটিয়ে পড়েন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।…

4 hours ago

Ganga erosion | ভাঙন অব্যাহত গঙ্গার, বাঁধহীন ভূতনির বিস্তীর্ণ এলাকা, পরিদর্শনে এসে ক্ষোভের মুখে সেচকর্তা

মানিকচকঃ প্রায় তিন কিলোমিটার বাঁধহীন অবস্থায় ভূতনির বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। প্রশাসনের উপর…

5 hours ago

Bhorer aalo | বিজেপি নেতার রিসর্টে নয়, বুলডোজার চলল তৃণমূল নেতা রঞ্জনের খামার বাড়িতে

রাজগঞ্জঃ বিজেপি নেতার রিসর্ট ভাঙতে এসে ভেঙে দিয়ে গেল তৃণমূল নেতার খামারবাড়ি। এই ঘটনায় শুক্রবার…

5 hours ago

বর্ষার দুপুরে বানিয়ে ফেলুন ‘বেলে মাছের ফ্রিটার্স’, জানুন রেসিপি…

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তেলেভাজা ছাড়া কি আর বৃষ্টির দুপুর বা সন্ধ্যা জমে? চপ-কাটলেট-পিঁয়াজি-পকোড়া ভালোবাসেন…

5 hours ago

This website uses cookies.