উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত-পাক সংঘর্ষবিরতিতে (India-Pak ceasefire) মধ্যস্থতার দাবি বারবার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। বাণিজ্য চুক্তির প্রসঙ্গ টেনে দুই পক্ষকে সংঘর্ষবিরতিতে রাজি করিয়েছেন বলে দাবি করেছিলেন তিনি। যদিও এর আগে ভারতের তরফে ট্রাম্পের এই দাবি খারিজ করা হয়েছিল। ভারত-পাক সংঘর্ষবিরতিতে যে ট্রাম্পের কোনও ভূমিকা নেই, তা আরও একবার স্পষ্ট করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। এমনকি বাণিজ্য নিয়ে আলোচনার সঙ্গে সংঘর্ষবিরতির আলোচনার যে কোনও যোগসূত্র নেই, তাও জানিয়েছেন তিনি।
সম্প্রতি নিউইয়র্কে এক সাক্ষাৎকারে জয়শংকর বলেন, ‘গত ৯ মে রাতে যখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছিলেন, তখন আমিও সেখানেই ছিলাম। সেই সময় ভ্যান্স সতর্ক করে জানিয়েছিলেন যে, পাকিস্তান ভারতের উপর বড় আক্রমণের পরিকল্পনা করছে। যদিও তা নিয়ে কিছু শুনতে চাননি প্রধানমন্ত্রী। বরং তিনি ইঙ্গিত দিয়েছিলেন, পালটা প্রতিক্রিয়া দেওয়া হবে ভারতের তরফেও।’ তিনি আরও জানান, সেই রাতেই একটি বড় আকারের আক্রমণ চালিয়েছিল পাকিস্তান। কিন্তু তা প্রতিহত করেছিল ভারত।
এরপরই জয়শংকর জানান, পরের দিন সকালে ভারতের সঙ্গে যোগাযোগ করে আমেরিকা। তাঁর কথায়, ‘পরের দিন সকালে, মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও যোগাযোগ করে বলেন যে, পাকিস্তান আলোচনায় বসতে রাজি। সেদিনই পরে পাকিস্তানের ডিজিএমও মেজর জেনারেল কাশিফ আবদুল্লা সরাসরি ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাইয়ের সঙ্গে কথা বলে সংঘর্ষবিরতির অনুরোধ জানান।’ নিজের অভিজ্ঞতা তুলে ধরে এটাই জয়শংকর স্পষ্ট করেছেন যে, ভারত-পাক সংঘর্ষবিরতিতে আমেরিকার কোনও ভূমিকা নেই।