উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশ ইস্যুতে (Bangladesh Protests) ভারতের অবস্থান নিয়ে সংসদে মুখ খুললেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। উদ্বেগ প্রকাশ করলেন সে দেশে সংখ্যালঘুদের আক্রান্ত হওয়ার ঘটনায়। মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে বিদেশমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুরা আক্রান্ত, পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত।’
এদিন বিদেশমন্ত্রী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বলেন, ‘জুলাই মাস থেকেই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উত্তপ্ত বাংলাদেশ। এই পরিস্থিতিতে আমরা সংখ্যালঘুদের পরিস্থিতির দিকে নজর রাখছি। বহু গোষ্ঠী, সংগঠন সংখ্যালঘুদের নিরাপত্তার দিকটি নিশ্চিত করছে বলে খবর পাওয়া গিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা এই বিষয়ে গভীর ভাবে উদ্বিগ্ন থাকব। আমরা বারবার চেয়েছি কথাবার্তার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসুক। সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। আন্দোলনকারীরা বারবার একটাই দাবি করতে থাকেন, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। হাসিনার পদত্যাগের পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।’
ভারতে শেখ হাসিনার আশ্রয় প্রসঙ্গে বিদেশ মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর হাসিনা ভারতের কাছে স্বল্প সময়ের জন্য আসার আবেদন রাখেন।’
পাশাপাশি বিদেশমন্ত্রী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বলেন, ‘২০২৪-এ বাংলাদেশে যে নির্বাচন হয়, সেই সময় থেকেই একটা অস্থিরতা তৈরি হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে বেড়েছে মেরুকরণ।’ এই ভয়াবহ আবহে বাংলাদেশে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।